ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ! সুন্দরবন উপকূলে চরম সতর্কবার্তা প্রচার পুলিশের
এসে গেল ঘূর্ণিঝড়ের দিন! আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে প্রবল বর্ষণের। সেইসঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বভাসে নড়চড়ে বসল জেলা প্রশাসন। শনিবার সকালে থেকে উপকূলবর্তী এলাকায় প্রচার চালানো হচ্ছে। মানুষজনকে সতর্ক করতে ঝড়খানি থানার পুলিশ আধিকারিকের নেতৃত্বে চলছে মাইকিং।
ঘূর্ণিঝড় হোক বা ঝোড়ো হাওয়া, উত্তাল হবে সমুদ্র
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েচে। আগামী তিন-চারদিন শক্তি বাড়াতে থাকবে। তবে তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু উত্তাল হবে সমুদ্র। ঝোড়ো হাওয়াও বইবে আগামী ২-৩ দিন। গভীর নিম্নচাপের জেরে ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
বাংলায় দুর্যোগ মানেই প্রথমে তা আঘাত করে সুন্দরবনের উপর। সুন্দরবনকে লন্ডভন্ড করে দেয়। যে ঝড় হোক বা বৃষ্টি। ঝড়-ঝাপ্টা সবই নিতে হয় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাকে। এবার তাই সাবধানী প্রশাসন। মাইকিং করে আগাম সতর্কতা প্রচার করা হচ্ছে। শুধু সমুদ্রে নয়, যাঁরা নদী-খাঁড়িতে মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরও অবিলম্বে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝডে পরিণত না হলেও গভীর নিম্নচাপের জেরে এবং পূর্ণিমার ভরা কোটালে জলস্ফীতি ঘটতে পারে। তা থেকে সাবধান থাকতে হবে। মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- ঘূর্ণিঝড়
- সুন্দরবন