সেনাবাহিনী

সেনায় মুসলিমদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ থাকা উচিত, বিতর্কিত মন্তব্যে ছড়াল উত্তেজনা !

সেনায় মুসলিমদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ থাকা উচিত, বিতর্কিত মন্তব্যে ছড়াল উত্তেজনা !
Key Highlights

"আমরা সেনাবাহিনীতে মুসলমানদের জন্য ৩০% সংরক্ষণ চাই", আজব দাবি করে বিতর্কে জড়ালেন বিহারের সংখ্যালঘু নেতা গুলাম রসুল বেলায়াভি।

আজব দাবি করে বিতর্কে জড়ালেন বিহারের সংখ্যালঘু নেতা গুলাম রসুল বেলায়াভি, সেনাবাহিনীতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে হবে। যদিও বা এই বিতর্কিত মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন, কিছু লোকের যা মুখে আসে তাই বলে দেয়। বিতর্কিত ওই নেতাকে শোকজ করা হবে। 

গতকাল ছিল ১৪ই ফেব্রুয়ারী, একদিকে যেমন প্রেমদিবস ছিল তার পাশাপাশি ভারতবর্ষের জন্য পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তিও ছিল। এরকম একটি দিনে  নীতীশ কুমারের দলের নেতা জানিয়েছেন,”বিজেপি নিজেদের ভুলভ্রান্তি ঢাকতে সেনার আড়ালে লুকিয়ে পড়ে। ওরা ভোটের জন্য সেনা জওয়ানদের রক্ত নিয়েও আপস করতে পারে। আমাদের সেনা জওয়ানদের বীরত্ব, ত্যাগ এবং বলিদানের রাজনৈতিক ফায়দা তোলে বিজেপি। পলাতকের মতো সেনার কোলে আশ্রয় নেয় বিজেপি।”