India at UNSC: রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ

Thursday, December 29 2022, 8:05 am
highlightKey Highlights

"সন্ত্রাসবাদের মতো মানবতার অভিন্ন শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হতে আমরা কখনোই দ্বিধা করিনি", জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ।


গত সেপ্টেম্বর মাসে উজবেকিস্তানে (Uzbekistan) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন। সেখানে মোদী পুতিনকে বলেছিলেন যে এই সময় যুদ্ধের জন্য একদমই সঠিক সময় নয়। এই একই প্রসঙ্গে বুধবার, ২৯শে ডিসেম্বর ২০২২ রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বললেন, ‘‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে ধারাবাহিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।’’

Ruchira Kambo (India's First Female Permanent UN Ambassador in New York)
Ruchira Kambo (India's First Female Permanent UN Ambassador in New York)

প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি টুইটারে জানিয়েছিলেন, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। জি২০-র সভাপতিত্বের সাফল্য কামনা করি। এই মঞ্চেই (Group of Twenty (G20) জেলেনস্কি (ইউক্রেন) শান্তি প্রক্রিয়ার বিষয়ে ঘোষণা করেছিলেন এবং এখন তারই বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকেই তাকিয়ে রয়েছে জেলেনস্কি। রাষ্ট্রপুঞ্জে সর্বসম্মুখে ভারতের সাহায্য এবং সমর্থনের জন্য জেলেনস্কি, ভারতবর্ষ তথা নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

Trending Updates

India has faced the horrors of cross-border terrorism for decades before the world took serious note of it. We've lost many innocent lives, and we've fought terrorism with zero tolerance. We'll continue to do so, & as our PM has stated, not rest till terrorism is uprooted.

India's Permanent Representative at the United Nations, Ruchira Kamboj, on December 28

জাতিসংঘের নিরাপত্তায় ভারতের দুই বছরের মেয়াদের কথা তুলে ধরে, যা আগামী ৩১শে ডিসেম্বর শেষ হতে চলেছে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বুধবার বলেছেন যে নয়াদিল্লি হল সমগ্র বিশ্ব দক্ষিণের কণ্ঠস্বর যা  বহুপাক্ষিকতাবাদের প্রতি প্রতিশ্রুতি জোরদার করেছে এবং জাতিসংঘের সংস্কার করতে সহায়তা করেছে। তিনি জানিয়েছেন, ভারত বহুবার দু’পক্ষকে কূটনীতি ও আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে এবং শান্তি ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

We can take pride in saying that India stood by those words. In the last two years, we spoke out in support of peace, security, and prosperity. We did not hesitate to raise our voices against the common enemies of humanity, such as terrorism.

India's Permanent Representative to the UN Ruchira Kamboj



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File