Virat Kohli | 'বিরাট পর্ব' ! আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ কিং কোহলির!

Friday, August 18 2023, 4:38 pm
highlightKey Highlights

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের যাত্রা পূরণ করলেন বিরাট কোহলি। ২০০৮ সালে এই দিনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামেন মাঠে।


আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পার করলেন কিং কোহলি (Virat Kohli)। এই যাত্রা প্রথমে সুমধুর না হলেও বর্তমানে খেলার মাঠে নেমে প্রতিদ্বন্দ্বীদের বেশ দমিয়েই রাখেন বিরাট কোহলি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে সিনিয়রদের দলে ঢুকে পড়া 'বদমেজাজি' বিরাটের এই ১৫ বছরের যাত্রায় দেখতে হয়েছে চড়াই উতরাই। 

আজকের দিনে অর্থাৎ ১৮ ই আগস্ট প্রথমবারের জন্য ভারতীয় ক্রিকেট সিনিয়র দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। তবে সালটা ছিল ২০০৮। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে নেমেছিলেন বিরাট। ডাম্বুলাতে সেই ম্যাচেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে অপেন করতে নেমেছিলেন রঙচটা বদমেজাজি বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই এক দিনের ম্যাচের সিরিজে মেট্রো একটি অর্ধশতরান করেছিলেন বিরাট। ফলে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এমনকি দল থেকে বাদও পড়তে হয় বিরাটকে। তবে পরের বছরই প্রত্যাবর্তন হয় কোহলির। সেই ম্যাচটাও ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর থেকেই শুরু হয় কিং কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দাপুটে যাত্রার।

উল্লেখ্য বিরাটের প্রথম শত রান শ্রীলংকার বিরুদ্ধে। ২০০৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিরুদ্ধে শত রান করেছিলেন বিরাট। এরপর ১৫ বছরের যাত্রায় নিজের রেকর্ডে রয়েছে  টি শতরান। কিংবদন্তি শচীন টেন্ডুলকরের শত রানের রেকর্ড হতে কিং কোহলির প্রয়োজন আর ২৪ টি শতরানের। দেখে নিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের বিরাটের কী কী রেকর্ড রয়েছে।

  • অভিষেকের পর থেকে সব থেকে বেশি রান করেছেন বিরাট। যা ২৫,৫৮২।
  •  সব থেকে বেশি অর্ধশতরান করেছেন। ১৩১ টি অর্ধশতরান রয়েছে বিরাটের রেকর্ডে।
  • ৭৬টি শতরান করেছেন।
  •  ১৫০ রান পার করেছেন ১৬ বার।
  • দ্বিশতরান করেছেন ৭বার। 
  •  বিরাট ২৫৩৩ টি চার মেরেছেন।
  •  ৬৩ বার ম্যাচের সেরা হয়েছেন।
  •  ২০ বার সিরিজ় সেরা হয়েছেন। 
  • আইসিসি-র প্রতিযোগিতাতে ২৮২০ রান, ২৫টি অর্ধশতরান, ১০ বার  ম্যাচের সেরা হয়েছেন বিরাট।

সময় সঙ্গে সঙ্গে নিজের প্রতিভা গোটা বিশ্বকে দেখেছেন বিরাট। আগে যেমন দর্শকদের মুখে শোনা যেত ' শচীন শচীন ' এখন তা হয়েছে ' বিরাট '! অস্ট্রেলিয়ার এক প্রাক্তন তারকা ক্রিকেটার বলেছিলেন কোহলিকে ব্যাটিং করতে দেখে যেন শচীনের কথা মনে পড়ে যায়। অবশ্য কেনই বা হবে না।  ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ বাচন ম্যাচে ভারত। জাতীয় দলের কোচ অংশুমান গায়কোয়ার টিম মিটিংয়ে যখন বড় রান করার কথা বলেন , তখন শচীন বলে ওঠেন, তিনি সেঞ্চুরি করবেন! কথা অনুযায়ী ভারতকে জিতিয়ে ছিলেন তেন্ডুলকর। সেই ম্যাচ বাবার সঙ্গে বসে দেখেছিলেন খুদে বিরাট। শচীনের খেলা দেখেই পাল্টে যায় বিরাটের জীবন।

একাধিক সমালোচনা, ওঠা পড়া, ক্রিকেট থেকে মাঝে বিরতি নিয়ে আজ দেশবাসীর চোখের তারা বিরাট। তিনি মাঠে নামলে শতরানের আশায় যেন বসে থাকে কোটি কোটি মানুষ। আসন্ন বিশ্বকাপেও তার ভরসাতেই রয়েছে ভারত। এবারের বিশ্বকাপে ভারতীয় দলে তিনি একমাত্র ক্রিকেটের হতে চলেছেন যিনি ১২ বছর আগে বিশ্বজয়ী দলেও ছিলেন। ফলে বিরাট আশা নিয়ে রয়েছে ভারতবাসী




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File