Vande Bharat Sleeper Coach | ৫ তারা হোটেলের থেকে কম নয় বন্দে ভারতের স্লিপার কোচ! দুর্গাপুজোর আগেই চালু হতে পারে এসি লোকাল ট্রেন!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বন্দে ভারতের যাত্রা আরও আরামদায়ক করে তুলতে শীঘ্রই চালু হবে বন্দে ভারত স্লিপার কোচ। সোশ্যাল মাধ্যমে কামড়াগুলির ছবি পোস্ট করলেন রেলমন্ত্রী। অন্যদিকে, মুম্বইয়ের পর বাংলাতেও শীঘ্রই চালু হবে এসি লোকাল ট্রেন।


এবার আরও আরামদায়ক হয় বিলাসবহুল হতে চলেছে রেল যাত্রা। সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে যুক্ত হতে চলেছে স্লিপার কোচ। যাত্রীদের সুবিধা দিতেই শীঘ্রই চালু হবে বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Coach) এর পরিষেবা। অন্যদিকে, মুম্বইয়ের পরে এবার পশ্চিমবঙ্গেও চালু হবে এসি যুক্ত লোকাল ট্রেন। সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই চালু হতে পারে এসি লোকাল ট্রেন (AC Local Train)!

শীঘ্রই চালু হবে বন্দে ভারত স্লিপার কোচ পরিষেবা
শীঘ্রই চালু হবে বন্দে ভারত স্লিপার কোচ পরিষেবা

বন্দে ভারত স্লিপার কোচ । Vande Bharat Sleeper Coach :

 ভারতীয় প্রযুক্তিতে নির্মিত সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ইতিমধ্যে গোটা দেশবাসীর মন জিতেছে। এই ট্রেন নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হলেও বন্দে ভারতের জনপ্রিয়তা দেখার মতো। সময়ের সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যকে পরস্পর যুক্ত করেছে সেমি হাইস্পিড ট্রেনটি। বর্তমানে একমাত্র উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য ছাড়া বেশিরভাগ রাজ্যেই চলছে এই ট্রেনটি। তবে যে বন্দে ভারতগুলো চলছে, তার সবকটিতেই রয়েছে চেয়ার কার। ফলে স্বল্প দূরত্বেই এই ট্রেন চালাতে হচ্ছিল রেলকে। কিন্তু এবার রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং যাত্রীদের সুবিদার্থে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Coach)।

রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং যাত্রীদের সুবিদার্থে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ
রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং যাত্রীদের সুবিদার্থে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার কোচ

সম্প্রতি বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Coach) পরিষেবা চালু হওয়ার কথা জানান খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper Coach) এর নতুন লুকের বন্দে ভারতের ছবি শেয়ার করেছেন। এরপরই চোখের পলকে বন্দে ভারতের স্লিপার কোচের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রেলমন্ত্রী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন বন্দে ভারতের এই কোচগুলি রাজধানী এবং শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনের চেয়েও আরও বেশি আরামদায়ক হতে চলেছে। ছবিতে দেখা যাচ্ছে এলইডি লাইট-সহ একেবারে ঝাঁ চকচকে বার্থ। উপরের বার্থে ওঠার ক্ষেত্রেও সুবিধা পাবেন যাত্রীরা। সিটের রঙ হতে পারে ধূসর ও হলুদ রঙের।

 কী কী চমক থাকবে বন্দে ভারতের স্লিপার কোচে?

  • বন্দে ভারতের স্লিপার ট্রেনটি হবে ১৬ কোচ বিশিষ্ট। যার মধ্যে ১১টি থ্রি-টায়ার, ৪টি টু-টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাসের হবে।
  • চেয়ার কারের মতো প্রতিটি স্লিপার কোচ বাতানুকূল হবে। অর্থাৎ থ্রি-টায়ার স্লিপার কোচও হবে সম্পূর্ণ এসি যুক্ত।
প্রতিটি কোচের বার্থগুলি হবে তুলনামূলক চওড়া
প্রতিটি কোচের বার্থগুলি হবে তুলনামূলক চওড়া
  • প্রতিটি কোচের বার্থগুলি হবে তুলনামূলক চওড়া। যাত্রীদের পাশাপাশি রেলকর্মীদের জন্যও বার্থ সংরক্ষিত থাকবে স্লিপার কোচে। এছাড়া প্রতিটি কোচে মিনি প্যান্ট্রি থাকবে।
  • প্রতিটি স্লিপার কোচে ওয়াই-ফাই অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে এলইডি স্ক্রিন থাকবে। ওই স্ক্রিনে গন্তব্য, স্টপেজের নাম ফুটে উঠবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা থাকবে।
প্রতিটি স্লিপার কোচে ওয়াই-ফাই অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা থাকবে
প্রতিটি স্লিপার কোচে ওয়াই-ফাই অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা থাকবে
  •  এই কোচে টয়লেটগুলিও চওড়া করা হবে বলে জানা গেছে।
  •  রেলওয়ে এই নতুন স্লিপার সংস্করণের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কভার করবে - স্পীড, সেফটি এবং সার্ভিস।

 রিপোর্ট অনুসারে, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে ৮৫৭টি বার্থ থাকবে। এরমধ্যে ৩৪টি বার্থ থাকবে ট্রেনের ভিতরে থাকা রেলের কর্মীদের জন্য। যার অর্থ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ থাকবে ৮২৩টি বার্থ। প্রতিটি কোচে তিনটি টয়লেট এবং একটি মিনি প্যান্ট্রি থাকতে পারে।

প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে ৮৫৭টি বার্থ থাকবে
প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে ৮৫৭টি বার্থ থাকবে

রেলমন্ত্রী বন্দে ভারতের স্লিপার কোচের ছবি ভাগ করে নিয়ে সোশ্যাল মাধ্যমে জানান, ২০২৪ সালের প্রথম দিকে স্লিপার কোচ যুক্ত বন্দে ভারতের পরিষেবা চালু হতে পারে। জানা গিয়েছে, ট্রেনের প্রোটোটাইপ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে। অন্যদিকে, ২০২৪ সালের মার্চের মধ্যে ট্র্যাকে চালু হবে এই ট্রেনটি। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (Chennai-based Integral Coach Factory) এই স্লিপার বন্দে ভারত তৈরি করছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার একটি কোম্পানির সঙ্গেও হাত মিলিয়েছে রেলওয়ে। বন্দে ভারতের পর পর চমক ছাড়াও এরমধ্যেই সরকার বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) তৈরিরও প্রস্তুতি নিচ্ছে বলে খবর। এই ট্রেনটিরও প্রোটোটাইপও ডিসেম্বরের মধ্যে তৈরি হতে পারে। রিপোর্ট মোতাবেক, বন্দে ভারত মেট্রোতে 8টি কোচ হবে।

সরকার বন্দে ভারত মেট্রো তৈরিরও প্রস্তুতি নিচ্ছে 
সরকার বন্দে ভারত মেট্রো তৈরিরও প্রস্তুতি নিচ্ছে 

এসি লোকাল ট্রেন । AC Local Train :

একদিকে বন্দে ভারতের স্লিপিং কোচের চমক অন্যদিকে বাংলায় লোকাল ট্রেনে চমক। শোনা যাচ্ছে দুর্গাপুজোর আগেই বাংলায় চালু হতে পারে এসি লোকাল ট্রেন (AC Local Train)। সূত্রের খবর, প্রাথমিকভাবে শিয়ালদা ডিভিশনে এই এসি লোকাল ট্রেন (AC Local Train) এর পরিষেবা চালু হতে পারে। প্রাথমিকভাবে শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করতে পারে রেল। ডিআরএম (DRM) জানিয়েছেন, মুম্বইকে অনুসরণ করেই শিয়ালদায় পরীক্ষামূলকভাবে চালু করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে পূর্ব রেলে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। তার মধ্যে একটি রুট বেছে নিয়ে এসি লোকাল ট্রেন (AC Local Train) পরিষেবা শুরু করা হবে।  

সূত্রের খবর, প্রথমে মাতৃভূমি লোকালের দুটি কামরাকে প্রথম শ্রেণির কামরায় উন্নীত করা হবে। অর্থাৎ, লোকাল ট্রেনেও এবার প্রথম শ্রেণির কামরা বা ‘ফার্স্ট-ক্লাস’ কামরার বিভাগ থাকবে। রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেন চালানোর জন্য গত বছর রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। তাতে এখনও সবুজ সংকেত মেলেনি। তবে বিষয়টি রেলওয়ে বোর্ডের বিবেচনায় আছে। ফলে সংক্রান্ত মহলের আশা, দুর্গাপুজোর আগেই এসি লোকাল ট্রেন (AC Local Train) পরিষেবা পরীক্ষামূলকভাবে  চালু করতে পারে রেল। সংশ্লিষ্ট মহলের ধারণা, রেলওয়ে বোর্ডের অনুমোদন মিললে এসি লোকাল ট্রেনের রেক আনতে হবে। তারপর এসি লোকাল ট্রেন চালু করা যাবে।

দুর্গাপুজোর আগেই বাংলায় চালু হতে পারে এসি লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেনের টিকিটের দাম কিছুটা বেশি হবে
দুর্গাপুজোর আগেই বাংলায় চালু হতে পারে এসি লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেনের টিকিটের দাম কিছুটা বেশি হবে

এসি যুক্ত লোকাল ট্রেন সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। ফলে জানা যায়নি এসি লোকাল ট্রেনের টিকিটের দাম (AC Local Train Ticket Price) সম্পর্কেও। তবে স্বাভাবিকভাবেই এসি লোকাল ট্রেনের টিকিটের দাম (AC Local Train Ticket Price) কিছুটা বেশি হবে। তবে সাধারণ কামরার থেকে বেশি স্বাচ্ছন্দ্যে যাত্রা করা যাবে। সিটও হবে অনেক আরামদায়ক। রেল সূত্রে খবর, কিছুটা বেশি টাকায় আরও ভালো পরিষেবা প্রদানই এই ট্রেনের লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File