Value Of Game In Education | গেম সাহায্য করতে পারে বিকাশে ! জানুন গেমের উপকারিতা!
গেম উপকার করে মানসিক বিকাশে, স্মৃতি শক্তি বৃদ্ধি করতে। জানুন গেম খেলার বেশ কিছু শিক্ষামূলক উপকারিতা।
বর্তমানে আমরা সকলেই নানান গেম -এর সঙ্গে পরিচিত। ক্রিকেট, ফুটবলের মতো আউটডোর গেম (Outdoor Game) হোক কিংবা লুডো, ক্যারামের মতো ইনডোর (Indoor Game) গেম অথবা ডিজিটাল গেম (Digital Game)। কম বয়সী থেকে বেশি বয়সী মোটামুটি সকলেই মন ভালো রাখতে নানা রকম গেম খেলে থাকি। তবে যেকোনও গেম বা খেলাই পরিণত হতে পারে আসক্তিতে। যার ফলে গেম খেলা নিয়ে বহু রকম সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয় । তবে গেমের যেমন খারাপ দিক রয়েছে, তেমন রয়েছে ভালো দিকও। মন ভালো রাখার সঙ্গে সঙ্গে গেমের উপকারিতা রয়েছে শিক্ষামূলক ক্ষেত্রেও।
গবেষণায় দেখা গেছে, যে গেম খেলার যেমন খারাপ দিক রয়েছে তেমনি রয়েছে অনেক উপকারিতা। যা বাচ্চাদের মানসিক বিকাশে বহু সময়ে সাহায্য করে থাকে। যার ফলে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষকদের নানা রকম গেম বা আক্টিভিটি (Classroom Activity) করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে একদিন খেলাধুলো, নানারকম মূল্যায়ন কৌশল, ইনডোর গেমের আয়োজন করা উচিত।
আউটডোর গেমগুলি শরীর সুস্থ রাখার সঙ্গে সঙ্গে শরীর বিকাশ, মানসিক বিকাশ এমনকি আমাদের ফুসফুস প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এছাড়াও সততা, সময়ানুবর্তিতা এবং অভ্যাসের নিয়মিততার ক্ষেত্রেও নানারকম গেম বড় ভূমিকা পালন করে থাকে। দল গঠন, নেতৃত্ব, আনুগত্য, শৃঙ্খলাবদ্ধতা প্রভৃতি সম্পর্কেও সাহায্য করে থাকে খেলাধুলো বা গেম।
পাশ্চাত্য দেশগুলির পাশাপাশি ভারতীয় দার্শনিকরাও মনে করে থাকেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শারীরিক শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া উচিত। সঙ্গে পড়াশোনার পাশাপাশি নানারকম শারীরিক গেম বা শিক্ষামূলক গেম অথবা ইনডোর গেম মানসিক বিকাশে সাহায্য করে থাকে। যার ফলে বহু বিদ্যালয়গুলিতে নানারকম ক্লাস গেম খেলা হয়ে থাকে।
শিক্ষায় গেমের গুরুত্ব | Importance of Games in Education :
সমস্যা সমাধান | Problem Solving :
২০১২ সালে 'কম্পিউটার ও শিক্ষা' জার্নালে (Computers and Education) প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, তাইওয়ানের (Taiwan) গবেষকরা যখন বাচ্চাদের ডিজিটাল গেম-ভিত্তিক শিক্ষার দিকে নজর দেন, তখন তারা দেখতে পান যে যে বাচ্চারা সিমুলেশন গেম (Simulation game) ব্যবহার করে তাদের নিজস্ব শহর ডিজাইন করছে। পাশাপাশি শহর সম্পর্কে সমবয়সীদের তুলনায় বড় সমস্যা সমাধানের উপায়ও বের করছে। এছাড়াও ২০১৬ সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের (University of Manchester) আরেকটি সমীক্ষায় দেখা যায় ইন্টারেক্টিভ শিক্ষামূলক গেম (Interactive Educational Game) শিশুদের মধ্যে যেকোনো সমস্যা সমাধানের দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভাষার ওপর দক্ষতা | Language skills :
বিভিন্ন শিক্ষামূলক গেম শিশুদের ভাষার ওপর দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম। ইউনিভার্সিটি অফ কানেকটিকাট (University of Connecticut) গবেষকরা একটি সমীক্ষায় দেখেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারেক্টিভ গেম হোক কিংবা ডিজিটাল গেম বৃদ্ধি করতে পারে শিশুদের শব্দ সংখ্যা, সাহায্য করে কথোপকথন ও ভাষার ওপর দক্ষতা।
ভুল থেকে শেখা | Learn from mistakes :
শিক্ষা সংক্রান্ত বহু জিনিস ছাড়াও সামাজিক উন্নয়ন, দায়বদ্ধতা সম্পর্কেও শিশুদের বিকাশ করে গেম। যে প্রকারেরই গেম হোক না কেন, খেলতে খেলতে বহু সময় পরাজয়ের মুখোমুখি হতে হয় খেলোয়াড়কে। কিন্তু সেই পরাজয়ে হার না মেনে, আগের ভুল থেকে শিখে আবার মোকাবিলা করতে প্রস্তুত হয় গেম প্লেয়ার। এই বিষয় কেবল গেমের ক্ষেত্রেই নয়, নিজের ব্যক্তিগত জীবনেও খুবই গুরুত্বপূর্ণ।
বর্ধিত শ্রেণীর সহযোগিতা | Enhanced class collaboration :
ইউনাইটেড কিংডমের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির (Nottingham Trent University) গবেষকরা একটি সমীক্ষায় দেখেছেন, শ্রেণীকক্ষের গেমগুলি শিক্ষার্থীদের শেখায় কীভাবে সহযোগিতা করতে হয়, কীভাবে ন্যায্যভাবে খেলতে হয়।
স্মৃতির ব্যায়াম | Memory workout :
শিক্ষামূলক গেমই হোক বা মস্তিষ্কের গেম, এগুলি সাহায্য করে মস্তিষ্কের বিকাশ করতে এবং স্মৃতি শক্তি ভালো রাখতে। ইনডোর গেম বা বিভিন্ন ভিডিও গেম এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। ছোটবেলার থেকে স্মৃতি শক্তি ভালো থাকলে তা প্রাপ্তবয়সকালে গিয়ে সাহায্য করে।
শ্রেণীকক্ষে গেমের বিভিন্ন উপকারিতা রয়েছে যা সম্পর্কে সাধারণত আমরা অনেকেই সচেতন নই। যার ফলে বর্তমানে বহু কিন্ডারগার্ডেন, স্কুলগুলিতে বিভিন্নরকম শিক্ষামূলক গেমের আয়োজন করা হয়ে থাকে। তবে এটা ভুললেও চলবেনা যে, যেকোনও গেম পরিণত হতে পারে বড় আসক্তিতে, যা এটি প্রভাব ফেলতে পারে মানসিক চিন্তাভাবনাতেও। ফলে কোনো গেম বা খেলা খেলবেন প্রয়োজন মতো এবং ভাবনা চিন্তা করে।
- Related topics -
- লাইফস্টাইল
- মোবাইল গেম
- ভিডিও গেম
- আউটডোর গেম
- ইনডোর গেম
- শিক্ষামূলক
Contents ( Show )