Russia Restrict Iphone | রাশিয়ায় নিষিদ্ধ আইফোনের ব্যবহার! অ্যাপলকে হাতিয়ার করে আমেরিকার নজরদারির সন্দেহ!

Tuesday, July 18 2023, 10:33 am
highlightKey Highlights

আইফোন-সহ অ্যাপল সংস্থার অন্যান্য গ্যাজেট দ্বারা নজর চালাচ্ছে আমেরিকা, এমনটাই সন্দেহ রাশিয়ার। সরকারি আধিকারিক-সহ বহু নাগরিকদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি।


রাশিয়াতে নিষিদ্ধ হলো আইফোন (Iphone)। বিশ্বখ্যাত সংস্থার ফোন দ্বারা আমেরিকা (America) রাশিয়ার (Russia) ওপর নজর চালাচ্ছে বলে অভিযোগ। রাশিয়া সরকারের সন্দেহ, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি গোপন গুপ্তচরবৃত্তির হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। যার ফলে হাজার হাজার শীর্ষ রাশিয়ান কর্মকর্তা এবং রাষ্ট্রীয় কর্মচারীদের, বহু নাগরিককেও আইফোন এবং অন্যান্য অ্যাপল (Apple) পণ্য ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি কাজে আইফোন, আইপ্যাড-সহ অন্যান্য অ্যাপলের গ্যাজেটের ব্যবহার একেবারে নিষিদ্ধ
সরকারি কাজে আইফোন, আইপ্যাড-সহ অন্যান্য অ্যাপলের গ্যাজেটের ব্যবহার একেবারে নিষিদ্ধ

গতকাল অর্থাৎ সোমবার নির্দেশিকা জারি করে রাশিয়া সরকার জানিয়েছে,  সরকারি কাজে আইফোন, আইপ্যাড-সহ অন্যান্য অ্যাপলের গ্যাজেটের ব্যবহার একেবারে নিষিদ্ধ। আশঙ্কা করা হচ্ছে আমেরিকায় তৈরি এই গ্যাজেটের মাধ্যমে রাশিয়াজুড়ে নজরদারি চালানো হতে পারে। পাশাপাশি, সরকারি নির্দেশে জানানো হয়েছে, দু’বছরের মধ্যে অ্যাপলের মতোই প্রযুক্তি তৈরি করা হবে রাশিয়াতেই। তার আগে পর্যন্ত আইফো ছাড়াই কাজ চালাতে হবে সরকারি আধিকারিকদের।

Trending Updates
আইফোন-সহ অ্যাপল সংস্থার অন্যান্য গ্যাজেট দ্বারা নজর চালাচ্ছে আমেরিকা, এমনটাই সন্দেহ রাশিয়ার
আইফোন-সহ অ্যাপল সংস্থার অন্যান্য গ্যাজেট দ্বারা নজর চালাচ্ছে আমেরিকা, এমনটাই সন্দেহ রাশিয়ার

রাশিয়ার গোয়েন্দা বিভাগের এক আধিকারিক আন্দ্রে সলডাটোভ (Andrei Soldatov) এই প্রসঙ্গে জানান, সরকারি কাজের ক্ষেত্রে আইফোন ব্যবহার করা নিয়ে অনেক দিন ধরেই সন্দেহ ছিল। কিন্তু নানা দফতরের আধিকারিকদের খুবই পছন্দ আইফোন। যার ফলে এর আগে এই ফোন নিষিদ্ধ করা যায়নি। তবে সন্দেহ আরও বৃদ্ধি হওয়ায় এবার সরকারি কাজের ক্ষেত্রে আইফোন নিষিদ্ধ করা হলো। এই নির্দেশিকা মানতে হবে দেশের সকল আধিকারিককেই।

দু’বছরের মধ্যে অ্যাপলের মতোই প্রযুক্তি তৈরি করা হবে রাশিয়াতে
দু’বছরের মধ্যে অ্যাপলের মতোই প্রযুক্তি তৈরি করা হবে রাশিয়াতে

উল্লেক্ষ্য, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin)। ফলে সেই নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরাও অ্যাপলের কোনও গ্যাজেট ব্যবহার করতে পারবেন না। সূত্রের খবর, এর আগে রাশিয়া প্রশাসনের অন্দরেই অ্যাপল গ্যাজেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। একাধিক মন্ত্রীরই আইফোনের গোপনীয়তা নিয়ে সন্দেহ ছিল। সেই সন্দেহ ইউক্রেন (Ukraine) হামলার পর আরও বৃদ্ধি  পায়। এর ফলে বেশ কয়েকটি মন্ত্রকের আধিকারিকরা অ্যাপলের গ্যাজেট ব্যবহার করা বন্ধ করে দেন। তবে এবার দেশের সমস্ত সরকারি আধিকারিককেই আইফোন-সহ অ্যাপলের সব গ্যাজেটই ব্যবহার করাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File