Paris Olympics | ভারতীয় টেবল টেনিসে ইতিহাস! প্রথমবারের জন্য অলিম্পিকে টিম ইভেন্টে নামার ছাড়পত্র পেলেন পুরুষ ও মহিলা উভয় প্যাডলাররা!

Tuesday, March 5 2024, 9:19 am
highlightKey Highlights

ভারতীয় টেবিল টেনিসের ইতিহাস গড়লেন পুরুষ এবং মহিলা উভয় বিভাগের টিটির দল। প্রথমবার অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা। প্যারিস অলিম্পিক গেমসে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই খেলবেন ভারতীয় প্যাডলাররা।


ভারতের টেবিল টেনিসের ইতিহাস (History of Table Tennis) গড়লেন ভারতীয় প্যাডলাররা। প্যারিস অলিম্পিক গেমসে (Paris Olympic Games) পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই যোগ্যতা অর্জন করলেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা (Indian table tennis players)। উল্লেখ্য, প্রথমবারের জন্য অলিম্পিকে টিম ইভেন্টে নামার ছাড়পত্র পেলেন ভারতীয় টেবিল টেনিস (Table Tennis India) খেলোয়াড়রা। আর এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন বঙ্গসন্তান সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। 

ভারতীয় টেবিল টেনিসের  ইতিহাস গড়লেন পুরুষ এবং মহিলা উভয় বিভাগের টিটির দল
ভারতীয় টেবিল টেনিসের ইতিহাস গড়লেন পুরুষ এবং মহিলা উভয় বিভাগের টিটির দল

প্যারিস অলিম্পিক গেমসে সুযোগ ভারতীয় প্যাডলারদের!

 টেবিল টেনিস অর্থাৎ টিটিতে শেষ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা (Indian table tennis players)। বলা বাহুল্য, বিশ্বের বিভিন্ন টু্র্নামেন্টের পুরুষ-মহিলা উভয় ভাগেই তাদের পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। এছাড়া সম্প্রতি শেষ হয়েছে বিশ্ব দল চ্যাম্পিয়নশিপ (World Team Championship)এর ফাইনাল। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছিল এই টু্র্নামেন্টের আসর। আর এই টু্র্নামেন্টে ভালো পারফরম্যান্স করেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। বিশ্ব দল চ্যাম্পিয়নশিপ (World Team Championship) এ দুরন্ত পারফরম্যান্সই দুই বিভাগে র‌্যাঙ্কিংয়ের উন্নতিতে সাহায্য করেছে। 

আইটিএফের তরফে জানানো হয়েছে, ক্রমতালিকায় উপরের দিকে থাকা দলগুলো যারা এখন পর্যন্ত ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করতে পারেননি, তারা এবার তাদের ক্রমতালিকার অবস্থানের ভিত্তিতে প্যারিসের যোগ্যতা অর্জন করল। মহিলাদের ক্রমতালিকায় ভারত এই মুহূর্তে রয়েছে ১৩ নম্বরে। ১২ নম্বরে রয়েছে পোল্যান্ড, ১৫ নম্বরে রয়েছে সুইডেন এবং থাইল্যান্ড। তারা সবাই প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছেন। পুরুষ বিভাগে ক্রমতালিকায় ভারত রয়েছে ১৫ নম্বরে। এছাড়াও ১২ নম্বরে থাকা ক্রোয়েশিয়াও কোয়ালিফাই করল প্যারিস অলিম্পিক্সে। উল্লেখ্য, গত মাসে শরথদের র‌্যাঙ্কিং ছিল ১৫, মণিকাদের ১৭। মার্চের শুরুতে প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ছেলেরা ১৫ নম্বরেই আছেন, মেয়েরা উঠে এসেছেন ১৩ নম্বরে। পুরুষ বিভাগে হংকং ১৭ নম্বরে নেমে যাওয়ার সুবিধা পেয়েছেন শরথরা। মহিলা বিভাগে এগিয়ে থাকা চার দেশ চলে গিয়েছে মণিকাদের নিচে। আর তাতেই ২০২৪সালের অলিম্পিকে ভারত (India at Olympics 2024) নিজের জায়গা করে নিলো।

প্রথমবার অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা
প্রথমবার অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা

ভারতের টেবিল টেনিসে ইতিহাস গড়ার সঙ্গে জড়িত বঙ্গসন্তান!

২০২৪সালের অলিম্পিকে ভারত (India at Olympics 2024)  টেবিল টেনিসে প্রথমবার জায়গা করে নিয়েছে। নিঃসন্দেহেই এই ঘটনা ভারতের টেবিল টেনিসের ইতিহাস (History of Table Tennis) এর সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা এবং গোটা দেশের গর্ব। আর এই ঘটনার সঙ্গেই উল্লেখ্যভাবে জড়িত বঙ্গসন্তান সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। প্রাক্তন তারকা প্যাডলার সৌরভ বর্তমানে জাতীয় দলের কোচ। প্যারিসের টিকিট প্রসঙ্গে টিটির জাতীয় দলের কোচ সৌরভ জানান, টানা ভালো পারফর্ম করার জেরে এখন দুই বিভাগেই বিশ্বের সেরা ষোলো দলে উঠে এসেছে ভারত। এটা সমবেত প্রচেষ্টার ফল। আর দুটো বিভাগে একসঙ্গে অলিম্পিকের ছাড়পত্র পাওয়াটা ভারতীয় টেবল টেনিসের শক্তির প্রমাণ। চলতি মাসেই প্যারিসের কথা মাথায় রেখে জাতীয় শিবির শুরু হবে বলেও জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হবে না। এমাসেই শিবির শুরু হবে। অলিম্পিকের আগে বিদেশেও শিবির করার পরিকল্পনা আছে। উল্লেখ্য, প্রতিপক্ষ নির্ণয়ের ক্ষেত্রে র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জুলাই মাসের র‌্যাঙ্কিং অনুযায়ী চূড়ান্ত সূচি তৈরি হবে। তার আগে টিম ও ব্যক্তিগত বিভাগে র‌্যাঙ্কিংয়ে যতটা সম্ভব উন্নতি করাই এখন লক্ষ্য, স্পষ্ট করে দিয়েছেন সৌরভ।

ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়দের প্রথমবার অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করার সঙ্গে জড়িত বঙ্গসন্তান 
ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়দের প্রথমবার অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করার সঙ্গে জড়িত বঙ্গসন্তান 

প্রসঙ্গত, পুরুষ-মহিলা ভারতীয় টেবিল টেনিস (Table Tennis India) দল অলিম্পিকের টিকিট পাওয়ার ঘটনায় উচ্ছাস প্রকাশ করেছেন সেলেব থেকে শুরু করে সাধারণ জনগণ। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় তারকা প্যাডলার শরথ কমল লেখেন, অবশেষে!শেষমেশ অলিম্পিকের টিম ইভেন্টে কোয়ালিফাই করল ভারতীয় দল। পঞ্চমবারের চেষ্টাতে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলো ভারত। ভারতীয় প্যাডলারদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অন্যান্য খেলোয়াড়রাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File