আবহাওয়া

WB Weather | কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ভারত মহাসাগরে ফুঁসছে নয়া হ্যারিকেন!

WB Weather | কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ভারত মহাসাগরে ফুঁসছে নয়া হ্যারিকেন!
Key Highlights

বিকেল গড়াতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভবনা। তবে রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। ভারত মহাসাগরে তৈরী হচ্ছে ফ্যাবিয়েন নামক হ্যারিকেন।

একবার মেঘলা তো কিছুক্ষণ পর আবার চড়া রোদ। সকাল থেকে বিকেল পর্যন্ত এমনই চলছে আবহাওয়ার মুড সুইং। তবে বিকেলের পর ঝড়-বৃষ্টি হতে পারে বলেই জানালেন আবহাওয়াবিদরা। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) একাধিক জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আলিপুর হাওয়া অফিস (Alipore Meteorological Department) সূত্রে খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের মত আজ ১৯ই মে শুক্রবারবও বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও খবর রয়েছে ।

কেবল দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হতে পারে বৃষ্টিপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানালেন আবহাওয়াবিদরা। তবে ঝড় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। আগামী ২১সে মে পর্যন্ত তাপমাত্রার কোনও হেরফের হবে না।

উল্লেখ্য, আগেই চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দফতর। সপ্তাহ শুরু থেকেই বিকেলের পর তিলোত্তমা সহ দুই বঙ্গের একাধিক জেলা ভিজছে বৃষ্টিতে। যার ফলে কিছুটা কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আজ অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে ধারণা।

তবে এত ঝড় বৃষ্টি হয়েও সপ্তাহ শেষেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা। রবিবার ও সোমবার বাড়বে তাপমাত্রা। যদিও মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আন্দামানে (Andaman) ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর (South Bay of Bengal), দক্ষিণ আন্দামান সাগর  (South Andaman Sea) এবং নিকোবর দ্বীপপুঞ্জ (Nicobar Islands) এলাকায়। তবে আন্দামানে আগাম বর্ষা এলেও কেরলে এবার দেরিতে আসবে বর্ষাকাল।

অন্যদিকে, মোকা সাইক্লোনের (Cyclone) পর এবার চোখ রাঙাচ্ছে আরেক ঘূর্ণিঝড়! ভারত মহাসাগরে (Indian Ocean) ইতিমধ্যেই নিজের শক্তি বাড়িয়ে ফুঁসছে সাইক্লোন তথা হ্যারিকেন (Hurricane) ফ্যাবিয়েন (Fabien)। জানা গিয়েছে, বর্তমানে সমুদ্রের ওপর ১৩ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে এই হ্যারিকেন। বর্তমানে যার বায়ুর গতি ঘণ্টায় ১৮৫ কিমি। ল্যান্ডফলের সময় প্রবল শক্তি আহোরণ করে এই ঝড়ের গাস্টিং স্পিড (Gusting Speed) হতে পারে সর্বোচ্চ ২৩০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত। তবে একদিকে বাঁচোয়া, ফ্যাবিয়েনের টার্গেটে নেই  ভারত (India)। এই রয়েছে ভারত মহাসাগরের দিয়েগো গ্র্যাসিয়া আইল্যান্ড (Diego Garcia Island) এর দিকে।


West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
আজকের সেরা খবর | চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট! পরবর্তী শুনানি সোমবার!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
Kesarbai Kerkar | ভিনগ্রহীদের জন্য বেজে চলেছে ভারতীয় গান! মহাকাশে না গিয়েও এখনও ছাপ রয়েছে কেশরবাঈ কেরকারের!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali