Weather | আগামী ৪-৫ দিন রাজ্যে কমবে বৃষ্টিপাত! এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! থাকবে আদ্রতাজনিত অস্বস্তি!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং কমতে চলেছে বৃষ্টির পরিমান। গোটা দেশে কেবল দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির ঘাটতি।


বর্তমানে মাঝের মধ্যেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে এই বৃষ্টিতেও কমছেনা তাপমাত্রার পারদ। তবে জন সাধারণের এটাই প্রশ্ন, কমবে বাড়বে বৃষ্টি? কবেই বা কমবে ভ্যাপসা গরম? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখনই ভারী বৃষ্টি হবে না। বরং আগামী ৪-৫ দিনে বৃষ্টির পরিমান কমবে বলে জানা গিয়েছে।

রাজ্যে এখনই ভারী বৃষ্টি হবে না বরং আগামী ৫-৭ দিনে বৃষ্টির পরিমান কমবে
রাজ্যে এখনই ভারী বৃষ্টি হবে না বরং আগামী ৫-৭ দিনে বৃষ্টির পরিমান কমবে

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে সপ্তাহের শুরুতেই আজ অর্থাৎ সোমবার বজ্রবিদ্দুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। এর জন্য জারি করা হয়েছে সতর্কতাও। জানা গিয়েছে, আগামী কয়েকঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্দুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Trending Updates
বজ্রবিদ্দুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়
বজ্রবিদ্দুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়

 এদিন উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়ায় (Nadia) বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ক্রমশ কমতে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। জানা গিয়েছে, আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। ২৭সে জুলাই, বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে।

২৭সে জুলাই, বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে
২৭সে জুলাই, বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে

অন্যদিকে, আগামী দু-তিন দিন বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar) এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক ঘণ্টায় দার্জিলিং (Darjeeling) ও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা
উত্তরের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

বর্ষাকালে উত্তর বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনও নিম্নচাপ তৈরি না হওয়ার জন্য দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হচ্ছে। সাধারণত, উত্তর বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ এমনকী ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাবে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও পূর্ব উত্তরপ্রদেশ বেশি বৃষ্টি পায়। তবে এবার উত্তর পশ্চিম  বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় ওড়িশা (Odisha), মধ্য ভারত (Central India), তেলেঙ্গানা (Telangana), অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), মহারাষ্ট্র (Maharashtra) প্রভৃতি এলাকা বেশি বৃষ্টি পাচ্ছে। উত্তর-পশ্চিম ভারতে বেশি বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি থাকার প্রভাব পড়ছে রাজস্থান (Rajasthan) ও গুজরাতে (Gujarat)।

গোটা দেশে কেবল দক্ষিণবঙ্গ,  ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির ঘাটতি
গোটা দেশে কেবল দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির ঘাটতি

চলতি বছর, গোটা দেশে দক্ষিণবঙ্গ ছাড়া শুধু ঝাড়খণ্ড (Jharkhand), বিহার (Bihar) এবং পূর্ব উত্তরপ্রদেশে (East Uttar Pradesh) বৃষ্টির ঘাটতি রয়েছে। দেশের বাকি অংশে বৃষ্টি স্বাভাবিক আছে। জুন থেকে এখনও পর্যন্ত দেশে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সেখানে দক্ষিণবঙ্গে ৩৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। বিহার ও ঝাড়খণ্ডে স্বাভাবিকের থেকে ৪৩-৪৪ শতাংশ ও পূর্ব উত্তরপ্রদেশে ২৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মরুভূমি প্রবণ পশ্চিম রাজস্থান এলাকায় এখনও পর্যন্ত স্বাভাবিকের থেকে ১৪৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ওই এলাকায় এই সময় পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১১৪.৭ মিলিমিটার। সেখানে বৃষ্টি হয়েছে ২৮০ মিমি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জুন থেকে  মোট বৃষ্টি হয়েছে ৩১২.৪ মিমি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File