Weather | দেরিতে প্রবেশ করলেও বঙ্গে দীর্ঘস্থায়ী হবে বর্ষা! হাজারো বছরে উষ্ণতম মাস হতে চলেছে জুলাই!

Friday, July 21 2023, 10:52 am
highlightKey Highlights

দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে হেরফের হবে না তাপমাত্রার। হাজারো বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মাস হতে চলে চলতি বছরের জুলাই, জানালো নাসা।


২১ সে জুলাই,তৃণমূলের শহীদ দিবসের দিন বেলা বাড়তেই কালো মেঘে ঢেকে গেলো গোটা কলকাতা (Kolkata)। বিক্ষিপ্তভাবে শহরে দু এক পশলা বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বর্ষণ।

প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বর্ষণ
প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বর্ষণ

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Meteorological Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগের তুলনায় বাড়তে চলেছে বৃষ্টিপাত। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে বলে খবর। কলকাতায় সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৮৮ শতাংশ।

Trending Updates
 হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে
 হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে বলে খবর। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে হাওয়া অফিস থেকে ইতিমধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে খবর। মেদিনীপুর (Medinipur), কলকাতা, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), বাঁকুড়া (Bankura), বীরভূমে (Birbhum) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা
 দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে খবর। বিশেষত দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Alipurduar), জলপাইগুড়ি (Jalpaiguri) এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে
উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে

উল্লেখ্য, বর্তমানে মৌসুমী অক্ষরেখা জয়সালমীর (Jaisalmer), কোটা (Kota), গুনা (Guna), সাতনা (Satna), পেন্ড্রারোড (Pendra Road), ওড়িশা (Odisha) উপকূলের নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। মৌসম ভবন (Mausam Bhavan) সূত্রে খবর আগামী ২৪সে জুলাই, সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে। যার প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে। 

সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে
সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে

চলতি বছর তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস উঠেছিল গোটা পশ্চিমবঙ্গের। তাপমাত্রার পারদ এতটাই চড়েছিল যে দার্জিলিঙেও লাগাতে হচ্ছিলো পাখা। তবে এবার বর্ষার আগমনে কিছুটা স্বস্তি মিলেছে। দেরিতে বর্ষা (Monsoon) প্রবেশ করলেও আবহাওয়াবিদরা জানিয়েছন, চলতি বছর দীর্ঘস্থায়ী থাকবে বর্ষাকাল। তবে এখনও তাপপ্রবাহে পুড়ছে বিদেশ। প্রচন্ড তাপ মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) একাধিক জায়গায়। এরই মধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েকশো বছর নয়, কয়েক হাজার বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙতে চলেছে ২০২৩ এর জুলাইয়ের তাপমাত্রা।

কয়েক হাজার বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙতে চলেছে ২০২৩ এর জুলাইয়ের তাপমাত্রা
কয়েক হাজার বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙতে চলেছে ২০২৩ এর জুলাইয়ের তাপমাত্রা

নাসার গোরার্ড ইনস্টিটিউটের স্পেস স্ট্যাটিজের ডিরেক্টর গাভিন স্মিথ (Gavin Smith, Director of Space Statistics at NASA's Goddard Institute) ওয়াশিংটনে (Washington) এক আলোচনাসভায় জানিয়েছেন, গত চার দশকে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। যার মধ্যে চলতি বছরের জুলাই মাসের তাপমাত্রা হতে চলেছে গত কয়েক হাজার বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমনকি আগামী কয়েক বছরে হু হু করে তাপমাত্রা বাড়বে ভারত, পাকিস্তান (Pakistan) সহ এশিয়ার (Asia) একাধিক দেশে। ফলে এখন থেকে পরিবেশ স্বাচ্ছন্দতা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহলে অতিরিক্ত তাপমাত্রায় মানবজাতির বেঁচে থাকা সঙ্কটজনক হয়ে উঠবে বলে আশঙ্কা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File