শহর কলকাতায় বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা বাড়ছে, এমনটাই জানা যাচ্ছে পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী

Sunday, April 17 2022, 2:00 pm
highlightKey Highlights

আগের বছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ সংখ্যক বিদ্যুৎ চালিত গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে। কেন এত চাহিদা বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ির?


দিন দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে ব্যাটারি চালিত দু’চাকা বা চারচাকা গাড়ির চাহিদা বেড়ে চলেছে। পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে প্রায় দ্বিগুণ সংখ্যক বিদ্যুৎচালিত গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে।

শহরে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বৃদ্ধি নিয়ে কী বলছে পরিবহণ দফতর

পরিবহণ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, কয়েক মাসে ২,৪৮২টি এমন গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে। যা বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি। তিন চাকার ব্যাটারিচালিত অটো থেকে শুরু করে বাস, চারচাকা ও দু’চাকার গাড়ির বিক্রি বাড়ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য যতগুলি বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দু’চাকার ব্যাটারিচালিত স্কুটার।

Trending Updates

পরিবহণ দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় ইলেকট্রিক গাড়ি কেনায় মানুষের ঝোঁক বেড়েছে, এটা ঠিক। এর ফলে পরিবেশবান্ধব পরিবহণের সংখ্যা বাড়বে, কলকাতায় দূষণ কমবে।’’

২০২১-২২ অর্থবর্ষের শেষ পর্যন্ত মোট তিন হাজার ৬৩৭টি ব্যাটারিচালিত স্কুটারের রেজিস্ট্রেশন হয়েছে। একই সময়ে ৮৪৩টি চারচাকার বিদ্যুৎ চালিত গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File