Adani-Hindenburg Row: আদানি ইস্যুতে দু’মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মার্কিন ভিত্তিক শর্ট বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক প্রতিবেদনের পরে আদানি গ্রুপের স্টক ক্র্যাশ এবং জালিয়াতির অভিযোগগুলি খতিয়ে দেখতে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
আদানি ইস্যুতে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বিরোধীদের দাবী কিছুটা হলেও মেনে নিল। আদানি ইস্যুতে হিন্ডেনবার্গের রিপোর্টের সারবত্তা কতটা, সেই রিপোর্টে কোনওরকম বেনিয়ম হয়েছে কিনা, অথবা আদানিরা স্টক মার্কেটকে কোনওভাবে প্রভাবিত করেছেন কিনা, সেই সবকিছু খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পুরো ঘটনায় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে (CEBI) আগামী ২ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন মোট পাঁচ সদস্যের কমিটি আদানি তদন্তের তত্ত্বাবধানে থাকবে এবং এই কমিটির মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রেকে। বাকি সদস্যরা হলেন, ও পি ভাট, বিচারপতি জে পি দেবধর, কে ভি কামাট, নন্দন নিলেকানি এবং সোমশেখর সুন্দরেশন।
শীর্ষ আদালতের এই রায়কে আদানি গোষ্ঠীর জন্য ধাক্কা হিসাবে দেখা হলেও গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁর টুইট, আমরা শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাই। সঠিক সময়ে সত্য প্রকাশিত হবেই।