Kolkata Metro | গত ১৫ বছর ধরে নিয়োগই হয়নি চালক! কলকাতা মেট্রোর মোটরম্যানের ৫০ শতাংশ পদই খালি
Tuesday, February 4 2025, 9:30 am
Key Highlights২০১০ সালের পর থেকে গত ১৫ বছর ধরে নাকি কলকাতা মেট্রোতে কোনও চালকই নিয়োগ হয়নি!
সময়ের সঙ্গে সঙ্গে গোটা কলকাতা শহর ও শহরতলি অঞ্চলে ছড়িয়ে পড়ছে মেট্রো। কিন্তু এদিকে ঘাটতি চালকের। কারণ ২০১০ সালের পর থেকে গত ১৫ বছর ধরে নাকি কলকাতা মেট্রোতে কোনও চালকই নিয়োগ হয়নি! প্রায় ৫০ শতাংশই নাকি শূন্যপদ রয়েছে মোটরম্যানের। এই মুহূর্তে শুধুমাত্র ব্লু লাইনে অর্থাৎ সুভাষ দক্ষিণেশ্বর রুটে মোটরম্যান ঘাটতি ১৮০। বাকি লাইন অর্থাৎ পিঙ্ক ও অরেঞ্জ মিলিয়ে ঘাটতি আরও প্রকট। সূত্রে খবর, ৮ ঘণ্টার বদলে ১০ থেকে ১১ ঘণ্টা ধরে কাজ করানো হচ্ছে চালকদের দিয়ে।

