Ukraine-Russia Conflict | রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন, মৃত ১ নারী সহ ৩, আহত ২ জন

Sunday, August 3 2025, 2:46 am
highlightKey Highlights

ইউক্রেন রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। শিল্প কারখানায় হামলার জেরে এক নারীর সহ ৩ জনের মৃত্যু হয়েছে।


সোমবার সারা রাত রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর। এবার ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্সেস (USF) এবং SBU গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেন মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এ ছাড়াও প্রিমোরস্কো আখতারস্কের সামরিক বিমানঘাঁটি এবং পেনজার ইলেকট্রোপ্রিবর কারখানাতেও ইউক্রেন হামলা চালিয়েছে। সামারা অঞ্চলে একটি বাড়িতে ড্রোন ভেঙে পড়ায় আগুন লেগে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শিল্প কারখানায় হামলার জেরে এক নারীর সহ ৩ জনের মৃত্যু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File