ভারত

GST Council Meeting | সস্তা হতে চলেছে সিনেমাহলের খাবার! কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম! অনলাইন গেমে ২৮ শতাংশ জিএসটি।

GST Council Meeting | সস্তা হতে চলেছে সিনেমাহলের খাবার! কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম! অনলাইন গেমে ২৮ শতাংশ জিএসটি।
highlightKey Highlights

মঙ্গলবার নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে আয়োজিত হয় জিএসটি কাউন্সিলের বৈঠক। ঘোড়াদৌড়, ক্যাসিনো, অনলাইন গেমে বাড়ছে জিএসটি। তবে কর কমবে ক্যানসারের ওষুধ ও সিনেমা হলের খাবারের ওপর।

অনলাইন গেমিংয়ের ওপর ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হলো। জিএসটি থেকে ছাড় পেলো ক্যানসারের ওসুধ। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে জিএসটি কাউন্সিলের (GST Council) ৫০ তম সভা আয়োজন হয়। বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)।

মঙ্গলবার জিএসটি কাউন্সিলের ৫০ তম সভা আয়োজন হয়

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে নয়াদিল্লিতে (New Delhi) মঙ্গলবার বসেছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও (West Bengal Finance Minister Chandrima Bhattacharya)। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জিএসটি-র নিয়ম সংশোধন করে অনলাইন গেমিংয়ের (Online Gaming) ক্ষেত্রে ১৮ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ জিএসটি জারি করা হতে চলেছে। এক্ষেত্রে অনলাইন গেমের তালিকায় যুক্ত করা হয়েছে ঘোড়দৌড়, ক্যাসিনোর মতো খেলাও।

অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে ১৮ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ জিএসটি জারি

অন্যদিকে, মাল্টি ইউটিলিটি ভেহিকলে (MUV) এবার থেকে ২২ শতাংশ জিএসটি ধার্য করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। তবে এই বিষয়ে তামিলনাড়ু ও পাঞ্জাবের অর্থমন্ত্রীদের আপত্তির জেরে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেডান ক্লাসের চার চাকা গাড়িগুলিকে। এক্ষেত্রে কোন গাড়িগুলোকে এসইউভি বলা হবে, তা নিয়েও একটি নির্দেশিকা প্রকাশের আলোচনা করা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকালের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে।

জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সিদ্ধান্ত, ক্যানসারের ওষুধগুলোকে থেকে ছাড় দেওয়া হয়েছে জিএসটি। যদি কেউ বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যানসারের ওষুধ কেনেন, তাহলে সেই ওষুধের ওপর জিএসটি ধার্য হবে না। ক্যানসার বাদ দিয়েও বেশ কয়েকটি দুরারোগ্য ওষুধের আমদানিতেও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগে ক্যানসার ও ফুড ফর স্পেশাল মেডিক্যাল পারপাসে ১২শতাংশ আইজিএসটি (IGST) চাপানো ছিল, যা এবার কমিয়ে ০ শতাংশ করা হলো।

পাশাপাশি জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচেও। ফলে এই খবরে বেশ উচ্ছাসিত আম জনতা। জানা গিয়েছে, বিভিন্ন সিনেমাহলের মধ্যে যে সমস্ত রেস্তোঁরা বা ফুডচেন রয়েছে তারা এতদিন খাওয়া বা পানীয়র জন্য ১৮ শতাংশ জিএসটি ধার্য করত। এবার সেই পরিসংখ্যান কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এর মধ্যে, রান্না না করা জিনিসের ওপরও জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এখন কাঁচা বা ভাজা নাস্তার বড়ি সস্তা হতে চলেছে। এছাড়াও নকল, জরির সুতার ওপরও  কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, কাউন্সিলের বৈঠকে এদিন বিভিন্ন রাজ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে জিএসটি নেটওয়ার্কের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (Enforcement Directorate) দেওয়া অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!