ভারত

GST Council Meeting | সস্তা হতে চলেছে সিনেমাহলের খাবার! কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম! অনলাইন গেমে ২৮ শতাংশ জিএসটি।

GST Council Meeting | সস্তা হতে চলেছে সিনেমাহলের খাবার! কমতে চলেছে ক্যানসারের ওষুধের দাম! অনলাইন গেমে ২৮ শতাংশ জিএসটি।
Key Highlights

মঙ্গলবার নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে আয়োজিত হয় জিএসটি কাউন্সিলের বৈঠক। ঘোড়াদৌড়, ক্যাসিনো, অনলাইন গেমে বাড়ছে জিএসটি। তবে কর কমবে ক্যানসারের ওষুধ ও সিনেমা হলের খাবারের ওপর।

অনলাইন গেমিংয়ের ওপর ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হলো। জিএসটি থেকে ছাড় পেলো ক্যানসারের ওসুধ। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে জিএসটি কাউন্সিলের (GST Council) ৫০ তম সভা আয়োজন হয়। বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)।

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে নয়াদিল্লিতে (New Delhi) মঙ্গলবার বসেছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও (West Bengal Finance Minister Chandrima Bhattacharya)। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জিএসটি-র নিয়ম সংশোধন করে অনলাইন গেমিংয়ের (Online Gaming) ক্ষেত্রে ১৮ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ জিএসটি জারি করা হতে চলেছে। এক্ষেত্রে অনলাইন গেমের তালিকায় যুক্ত করা হয়েছে ঘোড়দৌড়, ক্যাসিনোর মতো খেলাও।

অন্যদিকে, মাল্টি ইউটিলিটি ভেহিকলে (MUV) এবার থেকে ২২ শতাংশ জিএসটি ধার্য করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। তবে এই বিষয়ে তামিলনাড়ু ও পাঞ্জাবের অর্থমন্ত্রীদের আপত্তির জেরে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেডান ক্লাসের চার চাকা গাড়িগুলিকে। এক্ষেত্রে কোন গাড়িগুলোকে এসইউভি বলা হবে, তা নিয়েও একটি নির্দেশিকা প্রকাশের আলোচনা করা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকালের জিএসটি কাউন্সিলের মিটিংয়ে।

জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে সিদ্ধান্ত, ক্যানসারের ওষুধগুলোকে থেকে ছাড় দেওয়া হয়েছে জিএসটি। যদি কেউ বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যানসারের ওষুধ কেনেন, তাহলে সেই ওষুধের ওপর জিএসটি ধার্য হবে না। ক্যানসার বাদ দিয়েও বেশ কয়েকটি দুরারোগ্য ওষুধের আমদানিতেও কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগে ক্যানসার ও ফুড ফর স্পেশাল মেডিক্যাল পারপাসে ১২শতাংশ আইজিএসটি (IGST) চাপানো ছিল, যা এবার কমিয়ে ০ শতাংশ করা হলো।

পাশাপাশি জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচেও। ফলে এই খবরে বেশ উচ্ছাসিত আম জনতা। জানা গিয়েছে, বিভিন্ন সিনেমাহলের মধ্যে যে সমস্ত রেস্তোঁরা বা ফুডচেন রয়েছে তারা এতদিন খাওয়া বা পানীয়র জন্য ১৮ শতাংশ জিএসটি ধার্য করত। এবার সেই পরিসংখ্যান কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। এর মধ্যে, রান্না না করা জিনিসের ওপরও জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এখন কাঁচা বা ভাজা নাস্তার বড়ি সস্তা হতে চলেছে। এছাড়াও নকল, জরির সুতার ওপরও  কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, কাউন্সিলের বৈঠকে এদিন বিভিন্ন রাজ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে জিএসটি নেটওয়ার্কের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (Enforcement Directorate) দেওয়া অনুমতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Argan | মরক্কোর বিশেষ গাছ থেকে তৈরী হয় এই ‘লিকুইড গোল্ড’! সঠিকভাবে আর্গান তেল ব্যবহার করলে সোনার মতোই দেখাবে ত্বক ও চুল!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla