বিনোদন

Film Festival | আগামী তিনদিন কলকাতায় চলচ্চিত্র উৎসব! বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশের সিনেমা!

Film Festival | আগামী তিনদিন কলকাতায় চলচ্চিত্র উৎসব! বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশের সিনেমা!
Key Highlights

২৯শে জুলাই থেকে ৩১ শে জুলাই কলকাতায় চলবে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই তিনদিন বিনামূল্যে টিকিট সংগ্রহ করে দেখা যাবে সেরার সেরা বাংলাদেশের চলচ্চিত্র।

চলচ্চিত্রের মাধ্যমে মিল হতে চলেছে এপার বাংলা-ওপার বাংলা। আমাগীকাল অর্থাৎ ২৯শে জুলাই, শনিবার থেকে আগামী তিনদিন ধরে কলকাতায় (Kolkata) চলবে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব (Bangladesh Film Festival) অর্থাৎ ফিল্ম ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই কলকাতায় উদ্বোধন হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের।

আগামী ২৯শে জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত কলকাতার নন্দনে (Nandan) চলবে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব। এইদিনগুলিতে নন্দনের ১ ও ২ প্রেক্ষাগৃহে বিনামূল্যে দেখানো হবে বাংলাদেশের একাধিক সিনেমা। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ ২৭শে জুলাই, বৃহস্পতিবার পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ (Hasan Mahmud), এরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এছাড়াও ছিলেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh) সহ বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, বাংলাদেশী গান, অভিনেতাদের সঙ্গে ক্রমশ বাংলাদেশী সিনেমাও এপার বাংলার মানুষের মনে বিশেষ যায়গা করে নিচ্ছে। এর অন্যতম উদাহরণ হলো 'হাওয়া' সিনেমা। বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবির প্রশংসা ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে। যার জেরেই চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখতে রেকর্ড ভাঙা ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কেবল সিনেমাই নয় বাদ দেয়ও এ যায়না বাংলা ওয়েব সিরিজ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও এপার বাংলার দর্শকদের মন কাড়ছে বাংলাদেশের একাধিক সিরিজ। এরমধ্যে 'কারাগার', তাকদির অন্যতম। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) কলকাতাতেও কাজ করছেন চুটিয়ে। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' (Padatik) ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে।

আগামী তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে বিনামূল্য দেখানো হবে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’-সহ ২৩টি সিনেমা। বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্চম বাংলাদেশ  চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখার জন্য টিকিটের কোনও বিক্রয়মূল্য নেই। ফ্রি পাস পাওয়া যাবে নন্দনেই। সেখান থেকেই সংগ্রহ করা যাবে টিকিট।


Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Medicine Price | কমলো ওষুধের দাম! অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলের মতো ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস কমালো কেন্দ্র!
Garbeta | গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ! থেমে গেলো রাজধানী এক্সপ্রেস! নেপথ্যে মাওবাদীদের হাত?
RG Kar Case | আরজিকর কাণ্ডের এক বছর, ৯ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা-বাবার
Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!