ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কবে মুক্তি পাবে 'দ্য ফেম গেম'?

Tuesday, February 1 2022, 11:10 am
highlightKey Highlights

বড় পর্দায় দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছেন নিজ দক্ষতায়।বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের আত্মপ্রকাশ হতে চলেছে।


বেশ কিছুদিন ধরেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের খবর পাওয়া যাচ্ছিল। অবশেষে 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে মাধুরী দীক্ষিতের আগমন ঘটতে চলেছে। 

স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে আসছে মাধুরী দীক্ষিত অভিনীত নতুন ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'

Trending Updates

গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কাপুর, সুহাসিনী মুলে, মুসকান জাফরি প্রমুখ। নিজের ইনস্টাগ্রামে সিরিজের প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, 'ওর দুনিয়া অদ্ভুত ধরনের। তার কাহিনিও অজানা। কিন্তু এবার সে দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে। 'দ্য ফেম গেম' সিরিজটি প্রিমিয়ার হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে।'

প্রথমে এই সিরিজের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্ডিং অনামিকা’ পরবর্তীতে নাম বদলে রাখা হয়েছে 'দ্য ফেম গেম'। পোস্টারে মাধুরীর দৃপ্ত দৃষ্টি এবং চারপাশের প্রতিটি মানুষের সঙ্গ বলেই দিচ্ছে রহস্য লুকিয়ে আছে অনামিকার জীবনে। এই সিরিজে অভিনেতা সঞ্জয় কাপুরের সঙ্গে প্রায় দুই দশক পর জুটি বাঁধছেন তিনি।

 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজের পোস্টার
 'দ্য ফেম গেম' ওয়েব সিরিজের পোস্টার




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File