সেলিব্রিটি

বিগ বি-র কন্ঠস্বর আর নকল করা যাবে না, গলার স্বর-ছবি ব্যবহার করতে গেলে নিতে হবে অনুমতি

বিগ বি-র কন্ঠস্বর আর নকল করা যাবে না, গলার স্বর-ছবি ব্যবহার করতে গেলে নিতে হবে অনুমতি
Key Highlights

কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের অভিনয় ছাড়াও তাঁর কন্ঠস্বর সকলের হৃদয়ে আলোড়ন তোলে। এবার অভিনেতার গলার স্বর এবং ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলো দিল্লি হাইকোর্ট

অমিতাভ বচ্চনের নাম, ছবি, তাঁকে নকল করা বা তাঁর গলার আওয়াজ এবার থেকে তাঁর অনুমতি ছাড়া যেকোনো প্রচার বা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা যাবে না। দিল্লির আদালত ইতিমধ্যে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ও টেলিকম পরিষেবাকে এই ধরনের কনটেন্ট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।

কেন হঠাৎ অমিতাভ বচ্চনকে অনুকরণের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল?‌ অভিনেতার এরূপ পদক্ষেপের কারণ সম্পর্কে জানুন বিশদে

বিচারপতি নবীন চাওলা বলেন, '‌একজন সুপরিচিত ব্যক্তিত্ব একাধিক বিজ্ঞাপনে প্রতিনিধিত্ব করছেন এটা গুরুত্ব সহকারে দেখা উচিত।' উল্লেখ্য যে সমস্ত সংস্থা তাঁদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য অমিতাভ বচ্চনের তারকাখচিত স্ট্যাটাস ব্যবহার করছেন তাঁদের ওপর ক্ষুব্ধ অভিনেতা। ‌শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র অভিনেতার অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকার জনপ্রিয়তার অন্যতম কারণ অমিতাভের 'মিমিক' করা বা নকল করা।

প্রসঙ্গত, ৮০ বছরের অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে পরিচিত, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের গুণাবলী রক্ষা করার জন্য বিশ্বের বিরুদ্ধে ব্যাপকভাবে একটি আবেদন নিয়ে আদালতের কাছে গিয়েছিলেন। বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে অমিতাভের হয়ে আদালতে বলেন, '‌যেটা চলছে আমি আপনাকে সেটাই বলছি। কেউ কেউ টি-শার্ট তৈরি করে সেখানে বিগ বি-এর ছবি ব্যবহার করছে। কেউ কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। সম্প্রতি অমিতাভবচ্চন ডট কম নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। যার সঙ্গে অভিনেতার কোনও সম্পর্ক নেই। তাই জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।'‌ এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চন বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও একাধিক অন্য ব্যবসার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে আদালতের কাছ থেকে।


Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
আজকের সেরা খবর | ভোটে মনোনীত প্রার্থীদের তুলনায় নোটা বেশি ভোট পেলে কী করণীয়? নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট!
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
একজন ভারতীয় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Biography of an Indian novelist Bankim Chandra Chatterjee
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
বাংলার "পাখিবুড়ো" অমরেশ কুমার মিত্র! সংগ্রহশালায় রয়েছে প্রায় ১২০ ধরণের পাখির ডিম।