Weather | ২৪ ঘন্টায় শহর জুড়ে ভারী বর্ষণ! কমলা সতর্কতা কলকাতায়! দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপ!
উত্তর বঙ্গোপসাগরের গভীর নিমচাপ এদিন বিকেলে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। যার প্রভাব পড়তে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামীকাল পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।
এদিন , মঙ্গলবার ভারী বর্ষণে ভিজতে চলেছে কলকাতা (Kolkata) সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ এদিনই পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। যার প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতায়। দমকা ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতে তোলপাড় হতে চলেছে উপকূল সংলগ্ন এলাকা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার বিকেলেই উত্তর বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সন্ধে নাগাদ তা বাংলাদেশের (Bangladesh) খেপুপারা উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার পর এই অতি গভীর নিম্নচাপ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূল সংলগ্ন এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, এই সময়ে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা (Darbhanga), দেওঘর (Deoghar), ক্যানিং (Canning) ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
অতি গভীর নিম্নচাপের জন্য বুধবার পর্যন্ত প্রায় গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ ১৪টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার প্রায় গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে শহরে। তবে মঙ্গলবার ভোরের আলো ফুটতেই দেখা গিয়েছে রোদ ঝলমলে আকাশ। বজায় রয়েছে ভালো গরমও। তবে বেলা বাড়তেই গোটা আকাশ ঢেকেছে কালো মেঘে। ভোর দুপুরের আকাশ দেখে মনে হচ্ছে যেন হয়ে গিয়েছে রাত। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ২৪ ঘণ্টার মধ্যে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শক্তিশালী নিম্নচাপ আসছে, তাই ঝোড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবার ভারী দুর্যোগের মুখে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ, বলছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
অন্যদিকে, এদিন গোটা দক্ষিণবঙ্গেই ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। যার ফলে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (b Medinipur), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রামে (Jhargram) জারি হয়েছে চরম ভারী বর্ষণের লাল সতর্কতা (Red Alert)। জানা গিয়েছে, এই জেলাগুলিতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম বর্ধমান (West Burdwan), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum) জেলায়।
কেবল আজ, মঙ্গলবারই নয়, বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় বুধবার ঝোড়ো বাতাসের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি প্রতি ঘণ্টা ঝোড়ো হাওয়া বইতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রবল বর্ষণের জন্য বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন : বুধবার পর্যন্ত প্রায় দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা!
দক্ষিণবঙ্গে অতি গভীর নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি ও ঝড়ে আবহাওয়া তোলপাড় হতে চললেও উত্তরবঙ্গে এর সেভাবে প্রভাব পড়বে না। জানা গিয়েছে, উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত দু -দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতেই। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar)জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- শহর কলকাতা
- বর্ষাকাল
- বৃষ্টিপাত
- বঙ্গোপসাগর
- নিম্নচাপ
- বাংলাদেশ
- রাজ্য