Weather | বুধবার পর্যন্ত প্রায় দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা!
উত্তর বঙ্গোসাগরের মাঝ বরাবর নিম্নচাপ। এদিন, নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। যার প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ীই দিন কয়েক ধরে বেশ বৃষ্টিতে ভিজছে কলকাতা (Kolkata) সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। দু’এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতার মতো দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East and West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পুরুলিয়ায় (Purulia)। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও কখনও আবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অর্থাৎ সোমবার। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরে। যদিও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলায়।উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিন।
আরও পড়ুন : হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে! বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকদিন বৃষ্টিতে ভিজবে বঙ্গ!
আবহওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোসাগরের মাঝ বরাবর সুস্পষ্ট নিম্নচাপ ( Depression ) অবস্থান করছে। যা ক্রমশ সরে যাবে উত্তর-পশ্চিম দিকে। সেই অভিমুখে অগ্রসর হয়ে সোমবারই অর্থাৎ আজ তা গভীর নিম্নচাপে ( Deep Depression ) পরিণত হওয়ার কথা। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বিহার থেকে এই নিম্নচাপ এলাকা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর (Amritsar), চণ্ডীগড় (Chandigarh), মোরাদাবাদ (Moradabad), গোরখপুর (Gorakhpur), পটনা (Patna), দেওঘর (Deoghar), দিঘা (Digha) ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। হাওয়া দফতরের পূর্বাভাস, উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। ফলে ইতিমধ্যে মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তীসগঢ় (Chhattisgarh), বিদর্ভ (Vidarbha) ও মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan), জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), উত্তরাখণ্ড (Uttarakhand), পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana) এবং দিল্লিতে (Delhi)।
- Related topics -
- আবহাওয়া
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ
- শহর কলকাতা
- ভারত
- বঙ্গোপসাগর
- নিম্নচাপ
- বৃষ্টিপাত
- বর্ষাকাল
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- রাজ্য