Noida | ১৫ মাসের দুধের শিশুকে কামড়, মুখে ঘুষি! নারকীয় নির্যাতন ডে কেয়ারের পরিচারিকার!
Monday, August 11 2025, 2:20 pm
Key Highlights১৫ মাসের শিশুর ওপর নারকীয় অত্যাচার ডে কেয়ার সেন্টারে! ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও
১৫ মাসের শিশুর ওপর নারকীয় অত্যাচার ডে কেয়ার সেন্টারে! ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। নয়ডার সেক্টর ১৩৭ এর এক আবাসনে অন্দরেই ডে কেয়ার ইউনিটে এক কন্যা সন্তানের ওপর নির্যাতন করেন এক পরিচারিকা। সন্তানের উরুতে দাগ দেখতে পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান শিশুটির বাবা মা। জানা যায়, সেটি কামড়ের দাগ। এরপরই ডে কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখেন তারা। তাতে দেখা যায়, ওই শিশুটিকে কামড়াচ্ছে ডে কেয়ারে কর্মরত এক পরিচারিকা। এমনকি শিশুটির মুখে ঘুষি মারা থেকে দেওয়ালে গিয়ে মাথা ঢুকে দেওয়ার মত নির্যাতনও চলে।

