খেলাধুলা

IPL 2022: আইপিএল নিলামের দিন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

IPL 2022: আইপিএল নিলামের দিন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড
Key Highlights

নতুন রূপে নতুন সজ্জায় সজ্জিত হতে চলেছে ভারতীয় প্রিমিয়ার লিগ। আগামী ফেব্রুয়ারি মাসেই আইপিএল ২০২২-এর মেগা নিলাম।

এ বছর থেকে আইপিএলে বাড়ছে দলসংখ্যা। আমদাবাদ ও লখনউ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে মোট ১০ দলের আইপিএল হবে এ বার থেকে। স্বভাবতই আকর্ষণ অনেকটা বাড়ছে। আইপিএল লীগ ২০২২-এ দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় নতুনভাবে সব ক’টি দল সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডগুলির কাছে নিলামে থাকা ক্রিকেটারদের তালিকা চাওয়ার নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের আশা এক হাজার ক্রিকেটারের নামের তালিকা জমা পড়তে পারে তাদের কাছে। সেখান থেকে ২৫০ ক্রিকেটারের নাম তোলা হবে নিলামে। আগামী ১২ই ও ১৩ই ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলামে সেই ২৫০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।

বিসিসিআই-এর নিয়মানুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে তাদের ৪ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির জন্য সেই নিয়ম কিছুটা ভিন্ন। তারা চাইলে মেগা অকশনের পূর্বে ইচ্ছামত তিনজন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করে দল সাজাতে পারবে।

নানারকম সতর্কতা স্বত্বেও ২০২১ সালে করোনা মহামারীর কারণে ভারতে আইপিএলের আসর বসলেও একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়েন। ফলে খেলা স্থগিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই আইপিএল (IPL) মেগা নিলামে অংশ নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে বিসিসিআই।

বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ৯০ কোটি টাকার মধ্যে দল সাজাতে হবে। তার একটি অতিরিক্ত পয়সা খরচ করতে পারবেনা ফ্র্যাঞ্চাইজিগুলো।


Indian Envoy | 'যেখানে সবচেয়ে কম দামে মিলবে সেখান থেকেই তেল কিনবে ভারত', স্পষ্ট জানালেন ভারতীয় রাষ্ট্রদূত!
Recruitment Scam | নিয়োগ দুর্নীতি মামলায় ফের জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা! তল্লাশি চললো 'পিসি'র বাড়ি-সহ পাঁচ জায়গায়!
Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩
Sourav Ganguly | নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে যোগ দিলেন তিনি
Dream11 | এশিয়া কাপের আগেই ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে Dream11!
Election Commission | লক্ষ্য ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করা, অভিযোগ আসতেই ২৮টি পদক্ষেপ পদক্ষেপ ঘোষণা নির্বাচন কমিশনের!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla