শিক্ষা

নয়া মোড় নিল নিয়োগ-দুর্নীতি মামলা! সিবিআইয়ের পক্ষ থেকে দেখতে চাওয়া হল দুই প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র

নয়া মোড় নিল নিয়োগ-দুর্নীতি মামলা! সিবিআইয়ের পক্ষ থেকে দেখতে চাওয়া হল দুই প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র
Key Highlights

পর্ষদের সেক্রেটারি এই নির্দেশিকাটি জারি করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানের উদ্দেশ্যে।

প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া দু’জনের নিয়োগপত্র চেয়ে পাঠালো সিবিআই। সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই দু’জনের নিয়োগপত্র চেয়ে পাঠানো হয়েছে। সিবিআইয়ের এমন তলবের পরেই বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোর্টের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে তদন্ত চলেছে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অধীন। সেই প্রক্রিয়াতেই দু’জনের নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই ওই দু’জনকে অবিলম্বে তাদের নিয়োগপত্রের আসল কপি পর্ষদের দফতরে জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।

পর্ষদের সেক্রেটারি আর সি বাগচী এই নির্দেশিকাটি জারি করেছেন। সেই নির্দেশিকাটি জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা চেয়ারম্যানে উদ্দেশে। তাঁকেই দায়িত্ব নিয়ে ওই দু’জনের নিয়োগপত্র পর্ষদের কাছে জমা দিতে হবে। ওই বিজ্ঞপ্তিতে দু’জন চাকরিপ্রাপকের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে তাদের রোল নম্বরও।

তালিকার প্রথম নামটি হল পরিচয় সরকার। দ্বিতীয় নামটি হল ঈশিতা নিয়োগী। পরিচয়ের রোল নম্বর হল ১১৫০০০২৫৩ এবং ঈশিতার রোল নম্বর ১১৫০০৭২০৭। এই দুজনকে জরুরি ভিত্তিতে তাদের নিয়োগপত্রের আসল কপি পর্ষদের জেলা দফতর মারফত জমা করতে বলা হয়েছে। সেখান থেকেই ওই নিয়োগপত্র যাবে সিবিআইয়ের দফতরে। কিন্তু কেনম শুধুমাত্র এই দু’জনের নিয়োগপত্র চেয়ে পাঠাল সিবিআই, তা নিয়ে ধন্দে শিক্ষা মহল। তবে দ্রুততার সঙ্গে সিবিআইয়ের হাতে ওই দুজনের নিয়োগ পত্র তুলে দিতে পর্ষদ যে মরিয়া, তা বিজ্ঞপ্তির শেষাংশে লেখা ‘এক্সট্রিমলি আর্জেন্ট’ দেখে মনে করছে শিক্ষা মহল।



West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo