Israel | ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিলো ইসরায়েল সেনা! খতম হামাসের নুখবা প্লাতুন কমান্ডার
Wednesday, January 1 2025, 9:03 am
Key Highlights
ইজরায়েলি ড্রোন হামলায় ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড আব্দ আল হাদি সাবাকে নিহত করা হয়েছে বলে দাবি।
নতুন বছরে ইহুদি সেনার শিকার হল ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড। ইজরায়েলি সেনার দাবি, মঙ্গলবার ড্রোন হামলায় খতম হয়েছে হামাসের নুখবা প্লাতুন কমান্ডার আব্দ আল হাদি সাবা। ইজরায়েলি সেনা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খান ইউনিস এলাকায় অভিযান চালায় আইডিএফ ও আইএসএ। এই অভিযানেই খতম করা হয় নুখবা প্লাতুন কমান্ডার আব্দ আল হাদি সাবাকে। উল্লেখ্য, খান ইউনিস এলাকাতেই কাজ করত এই জঙ্গি। ৭ অক্টোবরের কিবুৎজ নির ওজে এলাকায় ঢুকে যে হত্যালীলা ও অপহরণ চালিয়েছিল হামাস জঙ্গিরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
- হামলা
- ড্রোন হামলা