স্তন ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল, সোশ্যাল মিডিয়ায় লিখলেন `হার মানব না`
 Key Highlights
Key Highlightsছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল স্তন ক্যানসারে(Breast Cancer) আক্রান্ত। কঠিন এই অসুস্থতার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি।
'৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন', 'বিরাসত' সহ বেশ কয়েকটি ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার জেরে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী ছবি মিত্তল। সম্প্রতি তিনি দুরারোগ্য ব্যধি তে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর স্তনযুগলের উদ্দেশ্যে করলেন আবেগঘন পোস্ট।
সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু অভিজ্ঞতা ভক্তদের সাথে শেয়ার করলেন অভিনেত্রী ছবি
শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবি লেখেন,'প্রিয় স্তনেরা, এই পোস্ট তোমাদের প্রশংসায়। প্রথমবার তোমাদের ম্যাজিক দেখেছিলাম যখন তোমরা আমাকে আনন্দে ভরিয়ে তুলেছিলে।কিন্তু তোমাদের গুরুত্ব বেড়ে যায় যখন তোমরা আমার দুই সন্তানের খাওয়ার উৎস হয়ে ওঠো। এবার আমার উচিত তোমাদের পাশে দাঁড়ানো যখন তোমাদের মধ্যে একজন ক্যানসারের সঙ্গে লড়াই করছো।'
ছবি আরও লেখেন,'এটা আমার জীবনে কোনও ভালো ঘটনা নয়। কিন্তু এটা আমার স্পিরিট নষ্ট করতে পারবে না। এটা খুব একটা সহজ নয়। কিন্তু এটাকে বেশি শক্তও মনে করি না আমি। হয়তো আমি একই দেখতে থাকব না। কিন্তু এর জন্য আমার জীবনে কোনও পরিবর্তন হবে না। সমস্ত ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের জন্য চিয়ার্স। তোমরা জানো না আমি আজ তোমাদের দেখে কতটা অনুপ্রেরণা পাই। যাঁরা আমার অসুস্থতার কথা আগে থেকেই জানো তাঁদের সাপোর্টের জন্য ধন্যবাদ।'
-  Related topics - 
- সেলিব্রিটি
- বলিউড
- ছবি মিত্তল
- ক্যান্সার
- স্তন ক্যানসার








 
 