​Festival Hair Care: খাটনি ও খরচ ছাড়াই ঘন চুল দেখে সবার তাক লেগে যাবে

Monday, August 29 2022, 10:32 am
highlightKey Highlights

চুলের যত্ন হল স্বাস্থ্যবিধি এবং কসমেটোলজির জন্য একটি সামগ্রিক শব্দ যা মানুষের মাথার ত্বক থেকে গজানো চুল এবং অল্প পরিমাণে মুখের, পিউবিক এবং শরীরের অন্যান্য চুলের সাথে জড়িত।


বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও 'দুর্গাপুজো' হল বাঙালি তথা গোটা হিন্দু সমাজের কাছে শ্রেষ্ঠ ও বড় উৎসব। সেদিক থেকে দেখতে গেলে পুজোর কিন্তু আর মাত্র ৩২ দিন বাকি! এই সময় থেকেই আমাদের ত্বকের ও চুলের বিশেষ যত্ন নেওয়া শুরু করা উচিত। নাহলে ফ্যাশনের এই দুনিয়ায় আপনার থেকে ছাপিয়ে যাবে সবাই। 

বর্তমান সময়কালে বিউটি পার্লারে গিয়ে সবার চুলের জেল্লা যখন দেখার মতোই হবে, তখন আপনি রুক্ষ ও শুষ্ক চুল নিয়ে ঘুরবেন! সেটা কি আর ভালো লাগবে? তাই এখন থেকেই চুলের যত্ন নেওয়া শুরু করুন। তবে চুলের যত্ন নেওয়ার জন্য আপনার এত এত টাকা খরচ করার প্রয়োজন নেই।

Trending Updates

সৌন্দর্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শুধুই বাড়িতে সামান্য চুলের যত্ন নিলেই কিন্তু মিলতে পারে, ঘন স্বাস্থ্যজ্জ্বল চুল। এবার আপনি জেনে নিন পুজোর আগে এই একমাস আপনি কীভাবে আপনার চুলের যত্ন নেবেন? 

নিয়মিত শ্যাম্পু করুন

বর্তমান আবহাওয়ার যা অবস্থা, দুদিন বৃষ্টি হয় তো দুদিন টাক ফাটা রোদ গরমে টেকা যায় না। আর এখন রোদে এবং গরমে চুলের বারোটা বাজতে খুব বেশি সময় নেয় না। দূষণের জন্যেও কিন্তু চুলের ভীষণ ক্ষতি হয়। তাই নিয়মিত আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখা উচিত। যদি স্ক্যাল্প অপরিষ্কার থাকে তবে চুল পড়ার সমস্যা বাড়বে। সে জন্য আপনাকে নিয়মিত শ্যাম্পু করতে হবে। অন্তত ১ দিন অন্তর ১ দিন শ্যাম্পু করুন। কোনও একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। প্রতিদিন ব্যবহার করার জন্য সব সময় সালফেট ফ্রি মাইল্ড শ্যাম্পুই ব্যবহার করা উচিত।

শ্যাম্পুর পর অবশ্যই চুল কন্ডিশনিং করুন

আপনি যেমন স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য নিয়মিত শ্যাম্পু করছেন, ঠিক তেমনই কন্ডিশনিং করতে ভুলবেন না। এতে আপনার চুল ভালো থাকবে। কারণ প্রতিবার শ্যাম্পু করার পরেই আপনার চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। কন্ডিশনার লাগানোর সময়ে খেয়াল রাখবেন যে, তা যেন স্ক্যাল্পে না লাগে। চুল হাইড্রেট থাকবে, ভালো থাকবে।

তেল মালিশ করুন

ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেকেই সময় পাই না স্ক্যাল্প মাসাজ করার জন্য। ভাবি যে, চুলে তেল না লাগালেও চলে। কিন্তু এর থেকে ভুল ধারণা আর কিছু হয় না। আপনার উচিত নিয়মতি চুলে তেল লাগানো। স্ক্যাল্পে ভালো করে তেল মাসাজ করে নিন। স্ক্যাল্প মাসাজ করা উচিত নিয়মিত। তাহলেই আপনার চুল ভালো থাকবে।

খাঁটি নারকেল তেলের সঙ্গে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল সামান্য পরিমাণে মিশিয়ে নিন। সেটা আপনার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। মাথায় রাখবেন, কখনও সারা রাত তেল মেখে থাকবেন না।

হেয়ারপ্যাক

সপ্তাহে অন্তত একদিন চুলে হেয়ার প্যাক লাগানো অবশ্যই উচিত। তার জন্য আপনি বাজার চলতি হেয়ারপ্যাকের পাশাপাশি হেনাও ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতেই বানিয়ে নিতে পারনে কলা, ডিম, টক দই দিয়ে বানিয়ে নিন এই হেয়ার প্যাক। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। চুলের ডগা পর্যন্ত লাগান। ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

ভিজে চুল বাঁধবেন না

চুলে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম ব্যবহার করেই যদি আপনি ঘরে এসে চুল একটু মুছে নিয়েই জোরে জোরে আঁচড়ে নেন। আর চুল আঁচড়ালেই তখন চুলের গোড়ায় টান পড়ে। ভিজে অবস্থায় চুলের গোড়া এমনিই নরম থাকে। তখন সামান্য টান পড়লেই চুল উঠে আসার সম্ভাবনা থাকে। আর তাকে যদি আপনি বেঁধে ফেলেন, তাহলেই হয়ে গেল। আপনার চুলের ক্ষতি হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File