দেশ

Swimming: নয়া রেকর্ড, জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হলেন বঙ্গকন্যা

Swimming: নয়া রেকর্ড, জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হলেন বঙ্গকন্যা
Key Highlights

খুশির হাওয়া উলুবেড়িয়ায়। শত বাধা পেরিয়ে জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করে বঙ্গ তথা দেশের নাম উজ্জ্বল করল আয়কর দফতরের কর্মী তাহরিনা।

অপ্রতিরোধ্য ইচ্ছেশক্তিকে সাথে নিয়েই স্বপ্নপূরণ করলেন ইংলিশ চ্যানেল জয়ী বিশ্বের প্রথম মুসলিম মহিলা তথা বাংলার কৃতি সাঁতারু উলুবেড়িয়ার নিমদীঘির তাহরিনা নাসরিন৷ সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থিত বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্রণালী জয় করলেন বাংলার মেয়ে তাহরিনা।

ইংলিশ চ্যানেলের পর এবার জিব্রাল্টার পার তাহরিনার। দীর্ঘ লড়াইয়ের পর স্বপ্নের জিব্রাল্টার (Strait of Gibraltar) জয় উলুবেড়িয়ার তাহরিনা'র। আগেই মুকুটে উঠেছিল ইংলিশ চ্যানেল জয়ের তকমা। এসেছিল বাংলা চ্যানেল (ডাবল)-সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অজস্র শিরোপা। এরপরেই বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্রণালী পারাপারের স্বপ্ন দেখেছিলেন উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। দুর্ভাগ্যবশত এবার বহু সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। কখনও ভিসা জনিত সমস্যা, আবার কখনও বা কোভিডের ভ্রুকুটি। অদম্য ইচ্ছা যে তাঁর, সমস্ত প্রতিকূলতার জাঁতাকলে থেকেও হার মানেননি তিনি।

জিব্রাল্টার প্রণালী অ্যাসোসিয়েশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, মাত্র ৪ ঘন্টা ২৩ মিনিট সময়ে বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালী জয় করেন তাহরিনা। এমনকি তাহরিনা কোনোপ্রকার ওয়েটশ্যুট ব্যবহার না করেই এই খেতাব জয় করেছেন বলে জানিয়েছে সংস্থা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) স্পেনের ট্যারিফা থেকে জিব্রাল্টারের জলে নামেন তাহরিনা। প্রচন্ড ঠান্ডা জল আর অসম্ভব স্রোতের মাঝেও অভীষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে ছান্দিক গতিতে এগিয়ে চলেন 'জলপরী'। ৪ ঘন্টা ২৩ মিনিটে আফ্রিকার মরক্কোয় শেষ করেন এই রুদ্ধশ্বাস যাত্রা। স্পেন থেকে থেকে ফোনে তাহরিনা জানান, এই সাফল্য তিনি তাঁর গুরু প্রবাদপ্রতিম বাঙালি সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য, তাঁর বাবা আফসার আহমেদ ও পরিবারকে উৎসর্গ করেছেন।

সি সিকনেসের শিকার হন তাহরিনা ও তার বাবা। দু'জনেই বমি করতে থাকেন। তবু দমেননি তিনি। আসে একের পর এক জেলিফিশ, নানা সামুদ্রিক প্রাণী। একটা সময় তাহরিনার গোটা গা চিড়ে যেতে থাকে। উল্লেখ্য, ভিসা পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাহরিনা। অবশেষে মেলে ভিসা। তারপরই জিব্রাল্টার প্রণালী অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হয় নির্দিষ্ট টাইম পিরিয়ড। তারপরই ৮ই অগাস্ট স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। তাহরিনার এই সাফল্যে উচ্ছ্বসিত বহু মানুষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাহরিনাকে শুভেচ্ছা জানিয়েছে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ' সহ অজস্র মানুষ। তার এই জয়ের আনন্দে গা ভাসিয়েছে উলুবেড়িয়ার মানুষ।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]