দেশ

Swimming: নয়া রেকর্ড, জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হলেন বঙ্গকন্যা

Swimming: নয়া রেকর্ড, জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হলেন বঙ্গকন্যা
Key Highlights

খুশির হাওয়া উলুবেড়িয়ায়। শত বাধা পেরিয়ে জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার করে বঙ্গ তথা দেশের নাম উজ্জ্বল করল আয়কর দফতরের কর্মী তাহরিনা।

অপ্রতিরোধ্য ইচ্ছেশক্তিকে সাথে নিয়েই স্বপ্নপূরণ করলেন ইংলিশ চ্যানেল জয়ী বিশ্বের প্রথম মুসলিম মহিলা তথা বাংলার কৃতি সাঁতারু উলুবেড়িয়ার নিমদীঘির তাহরিনা নাসরিন৷ সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থিত বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্রণালী জয় করলেন বাংলার মেয়ে তাহরিনা।

ইংলিশ চ্যানেলের পর এবার জিব্রাল্টার পার তাহরিনার। দীর্ঘ লড়াইয়ের পর স্বপ্নের জিব্রাল্টার (Strait of Gibraltar) জয় উলুবেড়িয়ার তাহরিনা'র। আগেই মুকুটে উঠেছিল ইংলিশ চ্যানেল জয়ের তকমা। এসেছিল বাংলা চ্যানেল (ডাবল)-সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অজস্র শিরোপা। এরপরেই বিশ্ববিশ্রুত জিব্রাল্টার প্রণালী পারাপারের স্বপ্ন দেখেছিলেন উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। দুর্ভাগ্যবশত এবার বহু সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। কখনও ভিসা জনিত সমস্যা, আবার কখনও বা কোভিডের ভ্রুকুটি। অদম্য ইচ্ছা যে তাঁর, সমস্ত প্রতিকূলতার জাঁতাকলে থেকেও হার মানেননি তিনি।

জিব্রাল্টার প্রণালী অ্যাসোসিয়েশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, মাত্র ৪ ঘন্টা ২৩ মিনিট সময়ে বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালী জয় করেন তাহরিনা। এমনকি তাহরিনা কোনোপ্রকার ওয়েটশ্যুট ব্যবহার না করেই এই খেতাব জয় করেছেন বলে জানিয়েছে সংস্থা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) স্পেনের ট্যারিফা থেকে জিব্রাল্টারের জলে নামেন তাহরিনা। প্রচন্ড ঠান্ডা জল আর অসম্ভব স্রোতের মাঝেও অভীষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে ছান্দিক গতিতে এগিয়ে চলেন 'জলপরী'। ৪ ঘন্টা ২৩ মিনিটে আফ্রিকার মরক্কোয় শেষ করেন এই রুদ্ধশ্বাস যাত্রা। স্পেন থেকে থেকে ফোনে তাহরিনা জানান, এই সাফল্য তিনি তাঁর গুরু প্রবাদপ্রতিম বাঙালি সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য, তাঁর বাবা আফসার আহমেদ ও পরিবারকে উৎসর্গ করেছেন।

সি সিকনেসের শিকার হন তাহরিনা ও তার বাবা। দু'জনেই বমি করতে থাকেন। তবু দমেননি তিনি। আসে একের পর এক জেলিফিশ, নানা সামুদ্রিক প্রাণী। একটা সময় তাহরিনার গোটা গা চিড়ে যেতে থাকে। উল্লেখ্য, ভিসা পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাহরিনা। অবশেষে মেলে ভিসা। তারপরই জিব্রাল্টার প্রণালী অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হয় নির্দিষ্ট টাইম পিরিয়ড। তারপরই ৮ই অগাস্ট স্পেনের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। তাহরিনার এই সাফল্যে উচ্ছ্বসিত বহু মানুষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাহরিনাকে শুভেচ্ছা জানিয়েছে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ' সহ অজস্র মানুষ। তার এই জয়ের আনন্দে গা ভাসিয়েছে উলুবেড়িয়ার মানুষ।


Medicine Price | কমলো ওষুধের দাম! অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলের মতো ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস কমালো কেন্দ্র!
Garbeta | গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ! থেমে গেলো রাজধানী এক্সপ্রেস! নেপথ্যে মাওবাদীদের হাত?
RG Kar Case | আরজিকর কাণ্ডের এক বছর, ৯ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা-বাবার
Hilsa Fish | বৃষ্টি কমতেই ইলিশের আশায় সাগরমূখী মৎস্যজীবীরা, রুপোলি ফসলের খরা কাটবে?
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali