সিল্কের মরসুম! চার ধরনের সিল্কে সেজে উঠেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

Saturday, December 19 2020, 7:08 pm
সিল্কের মরসুম! চার ধরনের সিল্কে সেজে উঠেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
highlightKey Highlights

বাতাসে হিমেল হাওয়া আর বসনে সিল্কের ঔজ্জ্বল্য এ সম্পর্ক চিরকালীন। বঙ্গে দক্ষিণের বেঙ্গালুরু, মাইসুরু সিল্ক যেমন জনপ্রিয়, তেমনই মুর্শিদাবাদ সিল্ক বা অসম সিল্কও পিছিয়ে নেই। সনাতনি এই সব সিল্কে প্রিন্ট বা মোটিফ নিয়ে পরীক্ষানিরীক্ষা বহু দিন ধরেই চলছে। কখনও ডিজিটাল প্রিন্টের আধুনিকতা, কখনও আবার পশমিনা বা কাঁথা কাজের সাবেকিয়ানায় সিক্ত হয় সিল্ক। এ বারের ফ্যাশনে চার ধরনের সিল্কে সেজে উঠেছেন প্রিয়াঙ্কা সরকার। কালো, সবুজ, কমলা ও হলুদ রঙের গরিমায় ভাস্বর ইক্কত সিল্কের ঔজ্জ্বল্য। তাতে স্মার্টনেসের মাত্রা যোগ হয়েছে বেল্টের সৌজন্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File