অবশেষে সব বিতর্কের অবসান, বাংলাদেশ সাফ জানিয়ে দিল পদ্মশ্রী শিবানন্দের বয়স ১২৬-ই
বহু বির্তকের পর অবশেষে মান্যতা পেল পদ্মশ্রী পাওয়া ১২৬ বছরের স্বামী শিবানন্দ! যাবতীয় বয়স বিতর্কে জল ঢেলে দিল বাংলাদেশ সরকার
বাংলাদেশ সরকার জানিয়ে দিল, সদ্য পদ্মশ্রী পাওয়া স্বামী শিবানন্দের জন্ম ১৮৯৬-এর ৮ আগস্ট, স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ঠিক তিন বছর পর। জন্মস্থান সিলেটের হবিগঞ্জ উপজেলার বাহুবল গ্রাম। সেই হিসেবে তিনি এখন ১২৬ পেরিয়ে ১২৭-এর পথে।
বির্তকের অবসান, সব প্রমাণসমেত জবাব দিল বাংলাদেশ সরকার
স্বামীজির পাসপোর্ট, আধার কার্ডে যে বয়সের উল্লেখ আছে তাতে একবর্ণও অসত্য নেই। তথ্যতালাশ করে সার্টিফিকেটও দিয়েছে হবিগঞ্জ উপজেলা পরিষদ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুগ্ধতা কেড়ে নেওয়া স্বামী শিবানন্দর ভক্ত শুধু ভারতেই নয়, ছড়িয়ে রয়েছেন বাংলাদেশেও। তাঁরাই স্বামীজির জন্ম শংসাপত্রের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন।
শংসাপত্রে উল্লিখিত, স্বামীজির পিতা শ্রীনাথ দাস, মা ভগবতী দেবী। স্থায়ী ঠিকানা বেনারসের দুর্গাকুণ্ডের কবীর নগর। শংসাপত্রের নিচে হবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহম্মদ আজমল হুসেন চৌধুরি ও সম্পাদক মহম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষর।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- পদ্মশ্রী
- স্বামী শিবানন্দ