Eggplant Health Benefits: জানুন বেগুনের গুণাবলী

Thursday, July 21 2022, 8:21 am
highlightKey Highlights

আপনি কি বেগুনের নাম শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন? কিন্তু বেগুনের স্বাস্থ্যগুণ জানলে সত্যিই অবাক হবেন।


ঘরে ভাজা মুড়ি হোক অথবা সুগন্ধি গোবিন্দভোগ চালের খিচুড়িই - সব কিছুর সঙ্গেই যার নাম একসঙ্গে উচ্চারণ না করলেই নয় তা হল বেগুন। তা সে এক হাত লম্বা হোক, বা গোল গোল করে কাটা বেগুন ভাজা- নাম শুনলেই জিভে জল চলে আসে অনেকের।

পাশাপাশি অনেকেই আছেন যাঁরা বেগুনের নাম শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। বেগুনের স্বাস্থ্যগুণ জানলে কিন্তু তাঁরা সত্যিই অবাক হবেন। জেনে নিন কী কী খাদ্যগুণ আছে বেগুনের।

১) বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর থেকে টক্সিন বার করে দেয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কোলন ক্যানসারের আক্রমণ ঠেকায় বেগুন।

Trending Updates

২) বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা খিদে কমাতে সাহায্য করে। যাঁরা ওজন ঝরানোর পরিকল্পনা করছেন তাঁদের রোজের খাদ্যতালিকায় এই সব্জি রাখতেই পারেন।

৩) বেগুনে পাওয়া যায় ভিটামিন বি-৬, ফ্ল্যাভোনয়েড যা হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী। প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকায় হার্টের ধমনী ভাল থাকে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে।

৪) পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File