৩১ কোটির আর্থিক তছরুপের মামলায় ‘টয়লেট এক প্রেম কথা’র প্রযোজক প্রেরণা, ইডি-র পক্ষ থেকে পাঠানো হল সমন

Wednesday, July 20 2022, 2:35 pm
highlightKey Highlights

‘টয়লেট এক প্রম কথা’ প্রযোজক প্রেরণা আরোরার নামে আর্থিক প্রতারণার অভিযোগ আনলো ইডি। প্রায় ৩১ কোটি টাকার আর্থিক দুর্নিতীর অভিযোগ রয়েছে তাঁর নামে।


বুধবার ইডির তরফে সমন যায় প্রেরণার কাছে। তবে তিনি হাজিরা দিতে পারেননি ইডি-র অফিসে। সেই জায়গায় যায় প্রেরণার আইনজীবী। এবং কিছুটা সময় চেয়ে নেন। ইডি-র অফিসে জানানো হয়েছে কাজের জন্য বাইরে আছেন প্রেরণা। 

প্রেরনা অরোরার বিরুদ্ধে ৩১.৬ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের করলো এনফর্সমেন্ট ডাইরেক্টরেট
প্রেরনা অরোরার বিরুদ্ধে ৩১.৬ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দায়ের করলো এনফর্সমেন্ট ডাইরেক্টরেট

বলিউড প্রযোজক প্রেরনা অরোরার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

Trending Updates

২০১৮ সালে Economic Offences Wing গ্রেফতার করে প্রেরণাকে। তখন তিনি মোশন পিকচার প্রোডাকশন হাউজ, ক্রিআর্জ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক ছিলেন। প্রযোজক বসু ভাগনানির ৩১.৬ কোটি টাকা তছরুপের অভিযোগে। আইপিসি-র ৪২০ (প্রতারণা) ও ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় তাঁর উপর অভিযোগ উঠেছিল। KriArj-এর সহ-প্রতিষ্ঠাতা অর্জুন এন কাপুর ও প্রতিমা আরোরা আর প্রেরণার নামে অভিযোগ ছিল বাসুকে ‘প্যাডম্যান’ ও ‘কেদারনাথ’ ছবিতে টাকা ঢালতে প্ররোচিত করার। 

রুস্তম, টয়লেট এক প্রেম কথা, প্যাড ম্যান- এর মত হিট  ছবির নির্দেশক ছিলেন প্রেরনা
রুস্তম, টয়লেট এক প্রেম কথা, প্যাড ম্যান- এর মত হিট ছবির নির্দেশক ছিলেন প্রেরনা

সেই সময় বাসু ভাগনানিকে তাঁরা কথা দিয়েছিল ছবি মুক্তির পর প্রথম যে লাভের অঙ্ক আসবে তা দিয়ে মিটিয়ে দেওয়া হবে টাকা। এদিকে তাঁরা সেই অধিকার বিক্রি করে দেয় অন্য এক আর্থিক সংস্থাকে। প্রথমদিকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বাসু ভাগনানিকে টাকা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। যার ফলে ক্ষতি হয় ৩১.৬ কোটির। পূজা ফিল্মসের ভৈদিকর প্রযোজকের হয়ে EOW-র কাছে অভিযোগ জমা দেয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File