Supreme Court Law: বেআইনি লেনদেন আইন অসাংবিধানিক, জানাল শীর্ষ আদালত

Thursday, December 21 2023, 1:54 pm
highlightKey Highlights

সুপ্রিম কোর্ট রায় দেয় যে বেনামি আইন পূর্ববর্তীভাবে প্রয়োগ করা যাবে না ও ২০১৬ সংশোধনী আইনের ৩ ধারা অসাংবিধানিক।


১৯৮৮ সালে ভারতীয় সংবিধানের এ সংক্রান্ত আইনটি তৈরি হয়েছিল। ১৯৮৮ সালের বেনামি লেনদেন (প্রতিরোধ) আইনের ৩(২) ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধীকে শাস্তি দেওয়া হত। মঙ্গলবার এই ধারাটিকেই অসাংবিধানিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

বেনামি লেনদেনের ‘অপরাধে’ শাস্তি বিধান করত যে ভারতীয় আইন, তাকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এম ভি রমনার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, আইনের ৩(২) ধারাটি ভারতীয় সংবিধানের ২০(১) অনুচ্ছেদের পরিপন্থী। ফলে বেনামি সম্পত্তির লেনদেনের অভিযোগে অভিযুক্ত আর ওই আইনে সাজা পাবেন না। এমনকি জেল হবে না অপরাধীর, হবে না জরিমানাও।

এত দিন এই আইনমাফিক আইনভঙ্গকারীকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা বা উভয়ই দেওয়ার বিধান ছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, আইনটি ভারতীয় সংবিধানের ২০(১) অনুচ্ছেদের বিরোধী এবং স্পষ্টতই অযৌক্তিক।

কলকাতা হাই কোর্টের একটি রায়ের বিরুদ্ধে কেন্দ্রের একটি মামলার শুনানিতেই এই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ। ‘কেন্দ্র বনাম মেজার্স গণপতি ডিলকম প্রাইভেট লিমিটেড’ নামের ওই মামলায় কলকাতা হাই কোর্ট ২০১৬ সালের বেনামি লেনদেন প্রতিরোধ সংশোধনী আইনটিকে ‘ভবিষ্যনির্ভর’ বলে মন্তব্য করেছিল। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভারত সরকার। মামলাটির শোনার পরই শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ কলকাতা হাই কোর্টের পক্ষেই রায় দেয়। শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দেয়, ১৯৮৮ সালের বেনামি লেনদেন প্রতিরোধ আইনের ৩(২) ধারা অসাংবিধানিক তো বটেই, এ সংক্রান্ত ২০১৬ সালের সংশোধনী আইনটিও অসাংবিধানিক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File