Rakhi Purnima 2025 | এবার রাখি কবে? ৮ অগাস্ট নাকি ৯? কখনই বা ভাই-দাদাদের পরাবেন রাখি? জানুন শুভ সময়!

Wednesday, August 6 2025, 12:32 pm
highlightKey Highlights

প্রতি বছর শ্রাবণী পূর্ণিমাতে বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তাঁদের মঙ্গলকামনা করেন। এইদিনটিই পালন হয় রাখি পূর্ণিমা হিসেবে।


প্রতি বছর শ্রাবণী পূর্ণিমাতে বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তাঁদের মঙ্গলকামনা করেন। এইদিনটিই পালন হয় রাখি পূর্ণিমা হিসেবে। কিন্তু চলতি বছর রাখি ৮ আগস্ট না ৯ আগস্ট? কখনই বা রাখি পরানোর শুভ সময়? জ্যোতিষীদের মহল বলছেন, এবার ভাদ্রকাল ৮ আগস্ট দুপুর ২টো ১২ মিনিটে শুরু হয়ে শেষ হচ্ছে পরদিন ৯ অগাস্ট দুপুর ১টা ৫২ মিনিটে। রাখিবন্ধনের দিনে রাখি বাঁধার শুভ সময় ৯ আগস্ট ভোর ৫টা ৪৭ থেকে দুপুর ১টা ২৪ পর্যন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File