Uttarakhand Flash Flood | হঠাৎ হড়পা বান, উত্তরকাশীতে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ৯ জওয়ান
Wednesday, August 6 2025, 3:12 am
Key Highlightsএই হড়পা বানেই ভেসে গেল হরশিলের একটি সেনা ছাউনি। ৯ জন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে।
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ধারালি গ্রামে হড়পা বান আসে। এই বানে মাত্র ৪ কিমি দূরে অবস্থিত হরশিলের ভারতীয় সেনার ছাউনি ভেসে যায়। সেনা ছাউনির ৯ জন জওয়ান নিখোঁজ। উদ্ধারকার্যে নেমেছেন বাকি জওয়ানেরা। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।”উল্লেখ্য, হড়পা বানে এখনও অবধি ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- উত্তরাখণ্ড
- হরপা বাণ
- জওয়ান
- নিখোঁজ
- মৃত্যু
- বন্যা

