দেশ

New Parliament Building | 'অপ্রাসঙ্গিক'! রাষ্ট্রপতির দ্বারা নয়া সংসদ ভবন উদ্বোধন করানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!

New Parliament Building |  'অপ্রাসঙ্গিক'!  রাষ্ট্রপতির দ্বারা নয়া সংসদ ভবন উদ্বোধন করানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!
Key Highlights

নয়া সংসদ ভবনের উদ্বোধন কেন প্রধানমন্ত্রী করবেন, এই মর্মে রুজু হওয়া মামলাকে 'অপ্রাসঙ্গিক' মন্তব্য করে মামলা খারিজ শীর্ষ আদালতের।

নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে পারেন দেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির হাত ধরেই সংসদের নতুন ভবনের শুভ উদ্বোধন হতে হবে, এই দাবিকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court)। সঙ্গে মামলা খারিজও করে দেয় শীর্ষ আদালত।

 কেন্দ্রীয় সরকারের তরফ টেঘেকে অজ্ঞেয় ঘোষণা করা হয় আগামী রবিবার অর্থাৎ ২৮ সে মে নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু মোদির বিরোধীদের দাবি, ভবন প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতির (President) উদ্বোধন করা উচিত। কিন্তু রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণই করা হয়না ভারতের রাষ্টপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu)। এই মর্মেই শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বিরোধীরা। সেই মামলাই খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, এই ইস্যুটি অপ্রাসঙ্গিক।

শুক্রবার সেই মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন মামলাকারী আইনজীবী জয়া সুখিনের (Jaya Sukhin) অভিযোগ, গত ১৮ মে লোকসভা সচিবালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন। কিন্তু এই সিদ্ধান্ত  সংবিধান বিরুদ্ধ। কারণ দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতিই সংসদের প্রধান। ফলে তাঁর হাতেই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু, তাঁকেই  আমন্ত্রণ জানানো হয়নি উদ্বোধনি অনুষ্ঠানে। এমনকি এই ঘটনাকে ভারতের সংবিধানের অবমাননা বলেও কটাক্ষ করেন জয়া সুখিন।তবে শেষমেশ এই মামলাকে 'অপ্রাসঙ্গিক' বলে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের উদ্বোধন সংক্রান্ত বিষয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন হলেও উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি (BJP) প্রধান তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী তৃণমূল (TMC), কংগ্রেস (Congress) সহ মোট ১৯টি রাজনৈতিক দল। তাদের সকলেরই অভিযোগ, কেন রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছেন। আর কেনই বা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হল না। এই বিষয়ে মোদির বিপক্ষে নানান বিরোধী মন্তব্যও করেন একাধিক রাজনীতিববিদ। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের সুর তুলে রাষ্ট্রপতির জাতি নিয়ে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। পুরুলিয়ার (Purulia) জনসভা থেকে রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে না ডাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রাষ্ট্রপতি জনজাতির একজন হওয়ায় তাকে আমন্ত্রণ করা হয়নি।

পার্লামেন্টের নতুন ভবনের উদ্বোধন হবে। সেখানে এক জন জনজাতি, মূলবাসী, এসটি প্রতিনিধি আমাদের দেশের রাষ্ট্রপতি বলে, তাঁকে আজ সংসদ ভবনের উদ্বোধনে ডাকা হল না। উদ্বোধনে তাঁকে ডাকা দূরের কথা, আমন্ত্রণপত্রে তাঁর নামও উল্লেখ করা হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক

অপরদিকে, এই ঘটনা নিয়ে বিরোধীদের কটাক্ষ করতেও পিছু পা হননি প্রধানমন্ত্রী।  ত্রিদেশীয় সফর শেষে দিল্লিতে পা রেখেই তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী সহ  আরও আমলারা কেবল দেশের জন্য একত্রিত হয়েছিলেন।


IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Chandramouli Suicide । ঘরে ঝুলছে ফসিলস এর প্রাক্তন সদস্যের দেহ, চন্দ্রমৌলির মৃত্যুতে হতবাক অনুরাগীরা
Schoolgirls forced to remove shirt । ৮০ জন ছাত্রীকে শার্ট খোলালেন প্রিন্সিপাল, শুধু ব্লেজার পরেই ফিরতে হলো বাড়ি
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
মকর সংক্রান্তির মর্মকথা | The essence of Makara/Makar Sankranti
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo