শহরে ফের অগ্নিকান্ড! তপসিয়ার একটি জুতো কারখানায় আগুন লাগে, ঘটনাস্থলে হাজির দমকলের ১০টি ইঞ্জিন
Saturday, April 3 2021, 4:49 am

শনিবার ভোরে আগুন লাগে তপসিয়া রোডের একটি কারখানায়। ওই কারখানায় রবারের জুতো তৈরি হত বলে জানা গিয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সকাল ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দমকল কর্মীরা। তপসিয়ার এই কারখানা সংলগ্ন এলাকাটি বেশ ঘিঞ্জি। সেখানেই ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। যার জেরে কারখানার একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনের জেরে গোটা এলাকা ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। খবর পেয়ে আসে দমকল। তারা কারখানার ছাদ ভেঙে এক নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেছে।
- Related topics -
- রাজ্য
- অগ্নিকান্ড
- জুতো কারখানা
- তপসিয়া