খেলাধুলা

Asian Games Indian Football Team | এশিয়ান গেমস ফুটবলে খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা! খেলতে হবে আইএসএল-এ!

Asian Games Indian Football Team | এশিয়ান গেমস ফুটবলে খেলতে পারবেন না সুনীল ছেত্রীরা! খেলতে হবে আইএসএল-এ!
Key Highlights

সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলে রাখা হবে নিশ্চিত ছিলেন সকলেই। তবে এশিয়ান গেমস ফুটবল চলাকালীন চলবে আইএসএলও। এর ফলে ছেত্রীদের ছাড়তে নারাজ ক্লাবগুলি।

এশিয়ান গেমস ফুটবল-এ (Asian Games Football) ভারতীয় দলের খেলার জন্য পেরোতে হয়েছে নানান সমস্যা। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) এবং ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)-সহ বাকি খেলোয়াড়দের বহু অনুরোধের পর এশিয়ান গেমস ফুটবলে (Asian Games Football) খেলার অনুমতি দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জুলাই মাসে এই বিশেষ অনুমতি পাওয়ার পর বেশ উচ্ছসিত হয়ে পড়েন দেশের ফুটবল ভক্তদের থেকে শুরু করে খেলোয়াড়রা। এই ঘোষণার পর সকলেই প্রাথমিক ধারণা করেছিলেন, সুনীল ছেত্রী থাকবেন দলে। তাই এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দলের (Indian Football Team Asian Games) ওপর নিশ্চিন্ত ভরসাও ছিল। তবে এবার সব আশায় পড়লো জল।

এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দল সম্পর্কে আরও পড়ুন : ক্লাবের আগে দেশ! সুনীল ছেত্রীর নেতৃত্বেই এশিয়ান গেমসে নামবে ভারত!

 সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে (Gurpreet Singh Sandhu) এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলে (Asian Games Indian Football Team) রাখা হবে নিশ্চিত ছিলেন সকলেই। আসলে এশিয়ান গেমস ফুটবলে (Asian Games Football)অনূর্ধ্ব ২৩ দল খেলানো হয়। তবে অলিম্পিকের মতোই তিন জন ২৩ উর্ধ্ব ফুটবলার রাখা যায়। এই তিনজনের ভাবনাতেই ছিলেন সুনীল,ঝিঙ্গান ও সান্ধু। তবে এশিয়ান গেমস ফুটবল (Asian Games Football) চলাকালীন চলবে আইএসএলও (ISL)। আর এতেই হয়েছে এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দলের (Indian Football Team Asian Games) জন্য বিপদ।

সূত্র মারফত খবর, এই তিনজনকে ছাড়তে নারাজ আইএসএল ক্লাবগুলি। সে কারণে সুনীল ছেত্রীদের ছাড়াই সম্ভবত দল নামাতে হবে এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলকে (Asian Games Indian Football Team)। জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) এক্সিকিউটিভ কমিটি এই প্রসঙ্গে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মিটিংও করে। আইএসএলের ক্লাবগুলি সুনীলদের ছাড়তে না চাওয়ায় স্কোয়াড চূড়ান্ত করতেই এই মিটিং করা হয় বলে খবর।

উল্লেখ্য, ভারতীয় ক্রীড়ামন্ত্রকের নিয়ম অনুযায়ী, দলগত বিভাগে সুযোগ পেতে এশিয়ার মধ্যে প্রথম আটে থাকতে হয়। ভারতীয় ফুটবল দল রয়েছে ১৮ নম্বরে। যার ফলে একই নিয়মে ২০১৮ এশিয়ান গেমসেও খেলতে পারেনি ভারত। তবে গত এক বছর অনবদ্য পারফর্ম করে চলেছে ভারতীয় ফুটবল দল। তিনটি আন্তর্জাতিক ট্রফিও জিতেছে তারা। সে কারণেই ভারতীয় ফুটবল প্রেমীরাও সোশ্যাল মিডিয়ায় বারংবার এশিয়ান গেমস ফুটবলে (Asian Games Football) দলকে খেলানোর দাবি তোলেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে খোদ অনুরোধ জানান ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। এরপর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা অনেক চেষ্টার পর ক্রীড়ামন্ত্রকের তরফে বিশেষ ছাড় দেওয়া হয়। ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার সুযোগ করে দেওয়া হয়।

ভারতীয় ফুটবল টিম মানেই চোখ বন্ধ করে সুনীল ছেত্রীর ওপর ভরসা করা। তবে একই সময় আইএসএল-ও চলবে, ফলে এখন এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দল(Indian Football Team Asian Games) নিয়ে বেশ চিন্তা তৈরী হয়েছে। প্রসঙ্গত, এশিয়ান গেমস ফিফার আন্তর্জাতিক ম্যাচের আওতায় পড়ে না। ফলে ক্লাবগুলি ফুটবলার ছাড়তে বাধ্য নয়। এক্ষেত্রে ভারতীয় ফুটবলের স্বার্থে আইএসএল কিছুদিন পিছিয়ে শুরু করার আবেদনও জানিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Choubey)। যদিও সেই অনুরোধ রাখা হয়নি। ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় ফুটবলাররা বাধ্য আইএসএলে খেলতে। এখনও অবধি যা পরিস্থিতি, সুনীলদের ছাড়াই এশিয়ান গেমসে দলে নামাতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে।


R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের দিন ভোরে সেমিনার রুম চত্বরের বাথরুমেই রক্তের দাগ ধুয়েছিলেন জুনিয়র ডাক্তার
Madhya Pradesh | জোর করে মদ্যপান করিয়ে মহিলাকে ফুটপাতে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মধ্য প্রদেশে
R G Kar | সেমিনার রুমে মেলেইনি 'তিলোত্তমা' ও সঞ্জয়ের পায়ের ছাপ? দু’টি সম্ভাবনা থাকতে পারে বলে অনুমান সিবিআইয়ের
Teesta Treaty | তিস্তা জলচুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের, কেন এই চুক্তি নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Aparajita Bill | ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিলে' সম্পূর্ণ সমর্থন বিজেপির, ‘ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী
R G Kar | ডাক্তারের খোঁজে অজান্তেই সেমিনার হলে ঢুকে পড়ে সঞ্জয়? সিবিআইয়ের কাছে দাবি আরজি কর কান্ডে ধৃতর
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar