আবহাওয়া

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী সপ্তাহেই, পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে?

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী সপ্তাহেই, পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে?
Key Highlights

আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। অর্থাৎ হোলির দিন রোদ ঝলমলে আবহাওয়া পাচ্ছেন শহরবাসী।

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে উষ্ণতা। আপাতত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আগামী কয়েকদিন দুই বঙ্গের আবহাওয়া কীরূপ থাকছে? কী দাবি হাওয়া অফিসের

হাওয়া অফিসের সতর্কতা, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিতের ১ ডিগ্রি বেশি। অন্যদিকে বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। 

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিছেন যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গত ১৫ ই মার্চ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণবঙ্গোপ উপসাগরে আন্দামানের কাছাকাছি এসে আরও শক্তিশালী হবে।  ১৯ শে মার্চ এই নিম্নচাপটি দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

এই নিম্নচাপের প্রভাব সরাসরি আমাদের রাজ্যে না পড়লেও, এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে।


Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Jaipur | জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ আগুন! মৃত্যু ICU-তে থাকা ৬ রোগীর!
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
Madhya Pradesh | কাফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ‘কোল্ডরিফ’ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেপ্তার
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!