New 50 Rupee | বাজারে আসছে নতুন ৫০ টাকা! বাতিল হয়ে যাবে পুরোনো পুরোনো নোট?

Thursday, February 13 2025, 2:11 pm
highlightKey Highlights

RBI জনিয়েছে, নতুন এই ৫০ টাকার নোটগুলির নকশা, নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই হবে।


বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট! RBI জনিয়েছে, নতুন এই ৫০ টাকার নোটগুলির নকশা, নতুন মহাত্মা গান্ধী সিরিজের বাকি নোটগুলির মতোই হবে। কেবল তাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে। এছাড়াও এর আকার হবে ৬৬মিমি x ১৩৫মিমি। কিন্তু নতুন নোট আসায় কি বাতিল হয়ে যাবে পুরোনো ৫০ টাকার নোট? RBI জানিয়েছে, তা হবে না। দুটি নোট বৈধ হিসাবে ধরে নেওয়া হবে। পুরনো নোট এখন বাতিল হচ্ছে না। বাজারে উপলব্ধ ফ্লুরোসেন্ট রঙের, পিছনে হাম্পির ছবি আঁকা ৫০ টাকার নোটও ব্যবহার করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File