Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!

Thursday, April 18 2024, 1:52 pm
highlightKey Highlights

গৃহমধ্যস্থ গাছপালা যে শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘরকে ঠান্ডা রাখে তা-ই নয়। এই ধরনের গাছপালা ঘরের বাতাসে আর্দ্রতা যোগ করতেও সহায়তা করে। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, সঠিক গাছপালা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে।


গরমে নাজেহাল অবস্থা সকলের। বাড়তে থাকা তাপমাত্রার মধ্যেই আবার বইছে লু। দিনের বেলায় বাইরে বেরোনো তো দূর, বাড়িতে থাকায় যেন নাভিশ্বাস ওঠার জোগাড়। এ অবস্থায় বাড়িতে  কুলার কিংবা এসি রাখতেই পারেন। কিন্তু এই গরম থেকে রেহাই পাওয়ার কিছু প্রাকৃতিক উপায়ও রয়েছে। এমন বেশ কিছু গ্রীষ্মকালীন গাছপালা (Summer Plants) রয়েছে যা বাড়ির আবহাওয়া ঠান্ডা রাখতে সাহায্য করে। মূলত এই সকল গ্রীষ্মকালীন গাছপালা (Summer Plants) এর মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। তার জেরেই এর থেকে গরম হাওয়ার বদলে ঠান্ডা হাওয়া নির্গত হয়। আবার বাতাসে আর্দ্রতাও বজায় থাকে। এই ধরনের গাছপালা ঘরের বাতাসে আর্দ্রতা যোগ করতেও সহায়তা করে। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, সঠিক গাছপালা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে। দেখে নিন গরমের হাত থেকে বাঁচতে কোন গাছ ঘরে রাখতে পারেন যা আবহওয়া ঠান্ডা করবে।

অ্যালো ভেরা :

Trending Updates

অ্যালো ভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদ। অসংখ্য ঔষধি উপকারিতার পাশাপাশি এই উদ্ভিদটি বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করতেও সহায়তা করে। এছাড়াও এই গাছ ঘরের তাপমাত্রা কমায়। ফলে গরমে এটি ঘরে রাখতে পারেন। এই গাছ বাতাস থেকে দূষিত পদার্থ টেনে নিয়ে সাফ করতে পারে এটি। তাপ ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এর জুড়ি মেলা ভার।

মানি প্ল্যান্ট :

ইনডোর প্ল্যান্ট হিসেবে মানি প্ল্যান্ট (Money Plant) বেশ জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, বাতাস বিশুদ্ধ করতে মানি প্ল্যান্ট খুবই কার্যকর। এর পাতাও বাতাস ঠান্ডা করে। গোল্ডেন পোথোস বা মানি প্ল্যান্ট বাতাস থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে পারে। অনেকেই আবার এই গাছটিকে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করেন। তবে মানি প্ল্যান্ট (Money Plant) এর পাতা হলুদ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে ফেলে দিন।

ছোট রবার গাছ :

রবার গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে।  রাবার গাছের পাতা বেশ মোটা হয়। তাতে পানির পরিমাণ বেশি। ফলে বাতাসে আর্দ্রতা বজায় থাকে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দীর্ঘ ক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম, ফলে ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ঘর দ্রুত গরম হয়ে যায়। কাজেই ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখতে এই গাছ দারুন কার্যকর।

এরিকা পাম :

বাড়িতে জায়গার অভাব না থাকলে রাখতেই পারেন এরিকা পাম গাছ (Areca Palm Plant)। এরেকা পাম এক দিকে ঘর ঠান্ডা রাখে, আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই এরিকা পাম গাছ (Areca Palm Plant) হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।

স্নেক প্ল্যান্ট :

শোওয়ার ঘরে রাখার জন্য খুবই কাজের গাছ এটি। স্নেক প্ল্যান্টের উপকারিতা (Snake plant benefits) বাতাস পরিশুদ্ধ করে, ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। পাশাপাশি তাপমাত্রাও কমায়। এখন অনেকই বাড়িতে ছোট্ট টবে স্নেক প্ল্যান্ট লাগান। শয়নকক্ষ বা বসার ঘরে এই গাছ রাখলে স্নেক প্ল্যান্টের উপকারিতা (Snake plant benefits) সেখানকার আবহাওয়া শীতল রাখে।

চাইনিজ এভারগ্রিন:

চাইনিজ এভারগ্রিন কেবল একটি রাখলেই হবে না, এই গাছ একসঙ্গে অনেকগুলি রাখতে হয়। তাতেই কমতে পারে ঘরের তাপমাত্রা। এটি ঘরের বাতাসকেও পরিশুদ্ধ করে।

গরম বাড়ছে শুধু নয়, এই মারাত্মক গরম আরও বেশ কিছু দিন থাকবে। এমতাবস্থায় গরম কমাতে পারে গাছপালা। গাছ থাকলে তা শীতল পরিবেশ তৈরী করে। কেবল বাইরেই নয়, বাড়িতেও শীতল পরিবেশ তৈরী করতে পারে গাছ। এক্ষেত্রে চারা অবস্থায় এই সব গাছ বসিয়ে দিতে পারেন। বা বড় অবস্থায় জোগাড় করতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File