Nuclear war: আমেরিকা-রাশিয়া পরমাণু যুদ্ধের আশঙ্কা, মৃত্যু হবে ৫০ কোটি মানুষের! দাবি গবেষণায়
রুশ-মার্কিন যুদ্ধের পরিণতি নিয়েও সর্বনাশা বার্তা বিজ্ঞানীদের। ভারত-পাক পরমাণু যুদ্ধ হলে কী হবে!
গোটা বিশ্বের আকাশে ক্রমেই ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে লাগাতার লড়াই চলছে। এদিকে তাইওয়ানের উপরে হামলা করতে পারে চিন, সেই আশঙ্কা ক্রমেই বাড়ছে। যা উসকে দিচ্ছে পরমাণু যুদ্ধের সম্ভাবনাও। এমতাবস্থায় সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। ‘নেচার ফুড’ নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যদি আধুনিক বিশ্ব পরমাণু যুদ্ধের সাক্ষী হয় তাহলে প্রাণ হারাতে পারেন ৫০ কোটি মানুষ!
মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ভবিষ্যতে ৬টি সম্ভাব্য পরমাণু যুদ্ধের আশঙ্কা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে রাশিয়া ও আমেরিকার মধ্যে ক্রমেই তলানিতে নামতে থাকা সম্পর্ক। ফলে আশঙ্কা তৈরি হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো চরম সংঘর্ষ বেঁধে যেতে পারে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে। আর সেক্ষেত্রে এমনও হতে পারে, পরমাণু যুদ্ধের ফলে পৃথিবী থেকে মুছে যেতে পারে অর্ধেকেরও বেশি মানুষ। এখন যদি পরমাণু যুদ্ধ হয়, তা হলে কম করে ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মানুষ যুদ্ধের ফলে প্রাণ হারাবেন। অর্থাৎ ভারতের মতো চার-পাঁচটি দেশ কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে যুদ্ধ পরবর্তী সময়ে।
তথ্যগুলি আমাদের একটি জিনিস বলে। আমাদের অবশ্যই একটি পারমাণবিক যুদ্ধ হওয়ার ঘটনাকে বাধা দিতে হবে।
এমনকি তুলনামূলকভাবে ছোট আকারের পারমাণবিক সংঘাত বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে স্থানীয় যুদ্ধের ফলে পাঁচ বছরের মধ্যে ফসলের ফলন আনুমানিক সাত শতাংশ হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। গবেষণায় এই খবর জানা গিয়েছে। অন্যদিকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের ফলে তিন থেকে চার বছরের মধ্যে উৎপাদন ৯০ শতাংশ কমে যাবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ইউক্রেন
- পরমাণু অস্ত্র
- ভারতবর্ষ
- পাকিস্তান