রাজ্যের স্কুল শিক্ষক পদ বাড়ল, পরীক্ষার তারিখ শীঘ্রই, জানালেন ব্রাত্য

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বৃহস্পতিবার সকালেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির কথা নোটিস দিয়ে জানিয়েছিল কমিশন, বিকেলে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য।


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই। বৃহস্পতিবার তিনি এসএসসিতে নিয়োগ নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে কী বললেন শিক্ষামন্ত্রী জানেন?

দীর্ঘ ৬ বছর পর ফের এসএসসিতে শিক্ষক নিয়োগ হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ানো হয়েছে ৫২৬১টি পদ

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি এসএসসি নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে আন্দোলনারীদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে।’’

Trending Updates

আরও পড়ুন: Share Market: সুদ বাড়ানোর ফলে ৬.২৭ লক্ষ কোটি টাকা খোয়া গেল লগ্নিকারীদের!!!

ব্রাত্য বলেন, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে। শারীরশিক্ষার জন্য ৮৫০টি পদে নিয়োগ হবে। কর্মশিক্ষায় ৭৫০টি পদে নিয়োগ হবে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ওই পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন ব্রাত্য। তিনি বলেন,‘‘পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File