দেশ

August New Rules | আইটিআর দাখিল থেকে শুরু করে জিএসটি, এলপিজি অনেক ক্ষেত্রেই অগাস্ট থেকে চালু হবে নয়া নিয়ম!

August New Rules | আইটিআর দাখিল থেকে শুরু করে জিএসটি, এলপিজি অনেক ক্ষেত্রেই অগাস্ট থেকে চালু হবে নয়া নিয়ম!
Key Highlights

১লা অগাস্ট থেকে দেশের একাধিক বিষয়ে বহু নিয়ম পরিবর্তন হতে চলেছে। এক নজরে দেখে নিন সেই সব নিয়ম।

আগামীকাল থেকে শুরু হবে নয়া মাস, অগাস্ট। আজ অর্থাৎ ৩১শে জুলাই শেষ হচ্ছে ২০২৩-২৪ এর আইটিআর (ITR) এর সময়সীমা। তবে কেবল ইনকাম ট্যাক্স রিপোর্ট দাখিল করাই নয়, ১লা অগাস্ট থেকে বদল আসতে চলেছে একাধিক বিষয়ে। আগামী মাস থেকেই আক্সিক্স ব্যাঙ্ক (Axis Bank) তাদের ফ্লিপকার্ট (Flipkart) কো-ব্র্যান্ডেড কার্ডের (Co Branded Card) বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি পরিবর্তন করছে। পাশাপাশি ব্যাঙ্ক নিয়েই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। যা না জানলে পরবর্তীকালে বিপদে পড়তে পারেন আপনি।

১. আইটিআর-এর সময়সীমা । Deadline for ITR :

আইটিআর দাখিল করার শেষ তারিখ আজ অর্থাৎ  ৩১শে জুলাই। এই তারিখের মধ্যে করদাতাদের আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। নানান জল্পনবা উঠলেও, এখনই আইটিআর-এর সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। আয়কর দফতর (Income Tax Department) থেকে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১লা অগাস্ট থেকে আয়কর আইন, ১৯৬১-এর ধারা ২৩৪এফ (Section 234F of the Income Tax Act, 1961) এর অধীনে দেরিতে আইটিআর ফাইল করার জন্য ৫ লক্ষ টাকার উপরে আয়ের জন্য ৫ হাজার টাকা এবং ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে উপার্জনকারীদের জন্য ১ হাজার টাকা জরিমানা নেওয়া হবে।

২. এলপিজি সিলিন্ডারের দাম । LPG Price :

অগাস্টে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তেল বিপণন সংস্থাগুলি গার্হস্থ্য এবং বাণিজ্যিক উভয় সিলিন্ডারের দাম সংশোধন করতে পারে বলে খবর। সাধারণত, এলপিজির দাম প্রতি মাসের ১ এবং ১৬ তারিখে সামঞ্জস্য করা হয়। পিএনজি (PNG) অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস (Piped Natural Gas) এবং সিএনজি (CNG) অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas) এর হারেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

৩. জিএসটি । GST :

জিএসটি করদাতাদের জন্য ই-ইনভয়েসিং (E-Invoicing) বাধ্যতামূলক। আগামীকাল অর্থাৎ ১লা অগাস্ট থেকে, সরকার সমস্ত জিএসটি করদাতাদের জন্য ই-ইনভয়েসিং বাধ্যতামূলক করেছে। যাদের মোট বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার বেশি তাদের জন্য  ই-ইনভয়েসিং বাধ্যতামূলক করা হয়েছে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

৪. আক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড । Axis Bank Flipkart Credit Card :

আক্সিস ব্যাঙ্ক ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের সুবিধাগুলি কমিয়েছে। যা কার্যকর হবে ১২ই অগাস্ট থেকে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের পাশাপাশি মিন্ত্রা (Myntra) -এ খরচ ১.৫ শতাংশ ক্যাশব্যাকের জন্য যোগ্য হবে, আগের ৫ শতাংশের তুলনায়। পাশাপাশি জ্বালানির খরচ, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে কেনা গিফট কার্ড, অগ্রিম নগদ, ভাড়া প্রদান, গহনা কেনাকাটা, ইউটিলিটি পেমেন্ট ইত্যাদির জন্যও ক্যাশব্যাক পাওয়া যাবে না। যদিও যারা বছরে ৩.৫ লক্ষ টাকার বেশি খরচ করেন, তাঁদের কোনও বার্ষিক কার্ড ফি দিতে হবে না।

৫. অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটি । Bank holiday in August :

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) বা আরবিআই ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৩ সালের অগাস্টে রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সহ ১৪ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। অগাস্ট মাসে আটটি রাজ্য সরকারের নির্দিষ্ট ছুটি থাকবে নিম্নলিখিত এই তারিখে।

  • ৮ই অগাস্ট - টেন্ডং লো রুম ফাট (টেন্ডং লো রুম ফাটকে কেন্দ্র করে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে)
  • ১৫ই অগাস্ট - স্বাধীনতা দিবস
  • ১৬ই অগাস্ট - পারসি নববর্ষ
  • ১৮ই অগাস্ট - শ্রীমন্ত শঙ্করদেবের তিথি
  • ২৮শে আগস্ট - প্রথম ওনাম
  • ২৯শে অগাস্ট - তিরুবনম
  • ৩০শে  অগাস্ট - রাখিবন্ধন।

এছাড়াও স্টক মার্কেটে (Stock Market) স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ অগাস্ট এবং সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রবিবার ছাড়া বাকি দিনগুলোতে বাজার খোলা থাকবে।

৬. এসবিআই অমৃত কলস । SBI Amrit Kals :

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অমৃত কলস ফিক্সড ডিপোজিট (Amrit Call Fixed Deposit) ৩০শে জুনের প্রাথমিক শেষ তারিখের পরিবর্তে, ১৫ই অগাস্ট পর্যন্ত খোলা থাকবে। এসবিআই ওয়েবসাইট অনুসারে, ৪০০ দিনের নির্দিষ্ট মেয়াদের স্কিম অর্থাৎ অমৃত কলসের সুদের হার ৭.১০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ।

প্রত্যেক মাসেই অনেক ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন করা হয়। আগামী মাসে অর্থাৎ অগাস্ট মাসেও সেরকমই পরিবর্তন করা হয়েছে অনেকক্ষেত্রে। যা আপনি জেনে রাখলে পাবেন অনেক উপকার।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
IPL 2024 | কলকাতার পর আইপিএল ২০২৪-এর প্লে অফে স্থান নিশ্চিত করলো রাজস্থান! বাকি দুই জায়গার জন্য ৫ দলের মধ্যে চলছে লড়াই!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla