Sunetra Pawar | জল্পনার অবসান, শনিতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিতের স্ত্রী 'সুনেত্রা'র
Friday, January 30 2026, 5:54 pm

Key Highlightsঅজিতের অবর্তমানে অভিভাবকহীন এনসিপির হাল ধরতে শনিবার দুপুর ২টোয় বৈঠক ডাকা হয়েছে।
বুধবার সকালে বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন NCP নেত্রী তথা সদ্য প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার দুপুর ২টোয় এনসিপির বৈঠককে নেতৃত্ব দেবেন অজিত পত্নী সুনেত্রা। এরপর বিকেল ৫টা নাগাদ মুম্বইয়ে রাজভবনে হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। এনসিপির সভাপতি পদে বসতে চলেছেন প্রফুল প্যাটেল। NCP চাইছে পওয়ারদের গড় বারামতি থেকে সুনেত্রাকে প্রার্থী করতে।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ
- মহারাষ্ট্র সরকার
- মৃত্যু
- শরদ পওয়ার
- অস্বাভাবিক মৃত্যু
- চেয়ারম্যান


