Mary Kom | ম্যারাথনে মেরি কম, বাড়ি ফাঁকা পেয়েই ভয়ঙ্কর ডাকাতি দুষ্কৃতীদের!

Sunday, September 28 2025, 4:55 pm
highlightKey Highlights

অন্তত কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে অলিম্পিক পদকজয়ী বক্সারের বাড়ি থেকে, এমনটাই সূত্রের খবর।


অলিম্পিক পদকজয়ী বক্সারের বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি! ভারতকন্যা বক্সার মেরি কম মণিপুরের বাসিন্দা হলেও ফরিদাবাদে সেক্টর ৪৬এ 'ইবেনেজার ইন' নাম একটি বাংলো বাড়ি রয়েছে তাঁর। বর্তমানে মেরি একটি ম্যারাথনে অংশগ্রহণ করতে মেঘালয় গিয়েছেন। এই ফাঁকে বাংলো খালি পেয়ে দুঃসাহসিক ডাকাতি করলো দুষ্কৃতীরা। সূত্রের খবর, বাংলো থেকে অন্তত কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। বাড়িতে ডাকাতির খবরে স্তম্ভিত মেরি। তিনি বলেন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছি। নার্ভাস লাগছে। প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছি।” তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File