মুক্তি পেল কিংবদন্তি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ডাব করা ছবি 'তৃতীয় পুরুষ'

Wednesday, June 22 2022, 5:42 pm
highlightKey Highlights

সৌমিত্র চট্টোপাধ্যায় আর বাস্তবে না থাকলেও রয়ে যাবেন পর্দা জুড়ে। 'বেলাশুরু'র পর মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ডাবিং করা ছবি 'তৃতীয় পুরুষ'।


মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ডাবিং করা ছবি 'তৃতীয় পুরুষ'। প্রযোজনায় ইউডি এন্টারটেনমেন্ট। এই ছবির পরিচালক রাজ মুখোপাধ্যায় এর আগে সৌমিত্রকে নিয়ে বানিয়েছিলেন ‘চল কুন্তল’।

শেষ বয়সে বেশির ভাগ সময় অসুস্থ থাকার কারণে ছবি-মুক্তির দিন হাজির থাকতে পারতেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। 'তৃতীয় পুরুষ' মুক্তি নিয়ে পরিচালক রাজ মুখোপাধ্যায়ের আফসোস প্রকাশ করে বলেছেন, 'অসুস্থতার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় ছবি-মুক্তির দিন যেতে পারতেন না। কিন্তু ‘তৃতীয় পুরুষ’-এ অভিনয়ের পর বলেছিলেন, তিনি ছবি মুক্তির দিন উপস্থিত থাকবেন। কিন্তু তাঁকে ছাড়াই মুক্তি পেল ছবিটি।’

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতেই প্রেক্ষাগৃহে রাজত্ব করেছে তাঁর একের পর এক অভিনীত ছবি। ১০ জুন মুক্তি পেয়েছে এই ছবি। 'তৃতীয় পুরুষ'-এক কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১৮ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির। আরও অভিনয় করেছিলেন মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী, শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File