খেলাধুলা

Smriti Mandhana | ওয়ান ডে সিরিজে পরপর সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধনা! এই নজির নেই ভারত এমনকি এশিয়ার আর কোনও মহিলা ক্রিকেটারের!

Smriti Mandhana | ওয়ান ডে সিরিজে পরপর সেঞ্চুরি করলেন স্মৃতি মন্ধনা! এই নজির নেই ভারত এমনকি এশিয়ার আর কোনও মহিলা ক্রিকেটারের!
Key Highlights

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে পরপর শতরান করে একাধিক ব্যক্তিগত নজির গড়লেন স্মৃতি। গত রবিবার বেঙ্গালুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। এরপর বুধবারও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলাদের ওডিআই (india vs south africa women's odi) ম্যাচে দুর্দান্ত শতরান করেন মন্ধনা (mandhana)। স্মৃতি মন্ধনাই ভারতের প্রথম মহিলা ক্রিকেটার, যিনি একটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে একাধিক সেঞ্চুরি করলেন।

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে পরপর শতরান করে একাধিক ব্যক্তিগত নজির গড়লেন স্মৃতি।  গত রবিবার বেঙ্গালুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। এরপর বুধবারও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলাদের ওডিআই (india vs south africa women's odi) ম্যাচে দুর্দান্ত শতরান করেন মন্ধনা (mandhana)। স্মৃতি মন্ধনাই ভারতের প্রথম মহিলা ক্রিকেটার, যিনি একটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে একাধিক সেঞ্চুরি করলেন।

গত ১৬ জুন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মৃতি। এরপর বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে অর্থাৎ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলাদের ওডিআই (india vs south africa women's odi) ম্যাচে ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিনি। মারেন ১৮টি চার ও ২টি ছক্কা। মন্ধনা শতরানের গণ্ডি টপকান ১০৩টি বলে। 

উল্লেখ, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করার বিরল নজির গড়েন স্মৃতি মন্ধনা। তাঁর আগে ভারতের আর কোনও মহিলা ক্রিকেটার পরপর ২টি ওয়ান ডে ম্যাচে শতরানের গণ্ডি টপকাতে পারেননি। শুধু ভারতেরই নয়, বরং এশিয়ার আর কোনও মহিলা ক্রিকেটারের এই নজির নেই। যদিও বিশ্বক্রিকেটে মন্ধনার আগে পরপর ২টি ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বেশ কয়েকজনের। অ্যামি স্যাটারওয়েট পরপর ৪টি ইনিংসে সেঞ্চুরি করেছেন। ট্যামি বিউমন্ট ২ বার পরপর ২টি ইনিংসে শতরান করেছেন। এছাড়া পরপর ২টি ইনিংসে সেঞ্চুরি রয়েছে জিল কেনার, ডেবি হকলি, কারেন রোল্টন, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, ন্যাট সিভার ব্রান্ট ও লরা উলভার্টের। 


Mohun Bagan | সমর্থকদের বড় উপহার দেবে মোহনবাগান! এবার ISL ও লিগ শিল্ড কাপের সঙ্গে তুলতে পারবেন ছবি!
Park Street | রেষারেষি করতে গিয়ে ডিভাইডারের উপর উঠে পড়লো বাস! পার্ক স্ট্রিটের দুর্ঘটনায় আহত ৫!
Mehul Choksi | অবশেষে গ্রেফতার মেহুল চোকসি! পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য তৎপর ভারত সরকার!
SSC Teacher Protest | দিল্লিতে ধর্না-রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে অভিযান-অনশন! একাধিক কর্মসূচির ঘোষণা চাকরিহারা শিক্ষকদের!
DRDO | 'স্টার ওয়ারস' সিনেমার আদলে 'লেজার অস্ত্র' তৈরী ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র!
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo