বড় খবর! শিক্ষাক্ষেত্রে 'SKOCH' স্বীকৃতি পেল বাংলা, মমতা সরকারের মুকুটে জুড়লো নয়া পালক

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ফের স্কচ পুরস্কার বাংলার মুকুটে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড।


শিক্ষায় স্বীকৃতি লাভ করলো রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর। আগামী ১৮ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। আজই এই সুখবর জানানো হল রাজ্যকে।

সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে "স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১" এই ক্যাটাগরিতে। তার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। এর আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে।

রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড। এবার রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পাচ্ছে। আজই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে আমন্ত্রণ জানান হল দিল্লিতে এই সন্মান নেওয়ার জন্য। মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File