সেলিব্রিটি

“অর শুনাও???” ক্যাপশনে লিখলেন শ্রদ্ধা!

“অর শুনাও???” ক্যাপশনে লিখলেন শ্রদ্ধা!
Key Highlights

শোনা যাচ্ছে অন্য আরেকজনের প্রেমে মজেছেন শ্রদ্ধা। আবার ছবির ক্যাপশনে লেখা, “অর শুনাও???”

বলিউডের অন্যতম সফল ও মিষ্টি নায়িকা বলেই পরিচিত শ্রদ্ধা কাপুর । পর্দায় একাধিক হিরোর সঙ্গে রোম্যান্স করতে দেখা গেলেও বাস্তব জীবনে প্রায় চার বছর ধরে ফ্যাশন ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন শ্রদ্ধা।

বছরের শুরুতে শোনা যাচ্ছিল নাকি সুখবর দিতে পারেন রোহন শ্রদ্ধা। কিন্তু, জানুয়ারি মাস থেকেই নাকি দু’জনের মধ্য মনোমালিন্য দেখা যায়। তারপর থেকেই নাকি প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত তাঁদের মধ্যে। অবশেষে নাকি প্রেমের মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে শোনা যাচ্ছে অন্য আরেকজনের প্রেমে মজেছেন শ্রদ্ধা।

মার্চের শুরুতেই ছিল শ্রদ্ধার জন্মদিন। গোয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সেই সময় গোয়ায় দেখা যায়নি তার বিশেষ বন্ধু রোহনকে (Rohan Shrestha) । তারপর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়েছে। তবে প্রেমে বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহন কেউই। এই কানাঘুষোর মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অর শুনাও???” এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন। 


R G Kar | 'তিলোত্তমা'র বাবাকে আইনি নোটিস, চারদিনের সময়ও বেঁধে দিলেন কুণাল ঘোষ!
Stray Dog Case | 'বিষয়টি খতিয়ে দেখা হবে', দিল্লির পথকুকুরদের নিয়ে বিতর্কের মাঝে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির!
Election Commission | বাংলার ১২টা রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করলো নির্বাচন কমিশন!
Bibhas Adhikari | ভুয়ো ‘ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র অফিস খুলে বসেছিলেন! গ্রেপ্তার নিয়োগ কেলেঙ্কারির আসামী বিভাস অধিকারী
Russia-US Meeting | রুশ-মার্কিন বৈঠককে স্বাগত জানাল ভারত, ‘এটা যুদ্ধের সময় নয়।’- বললেন মোদী
Breaking News | সিঙ্গুরের নার্সের দেহ ময়নাতদন্তের জন্যে যাচ্ছে কল্যাণী এইমসে! সঙ্গে রয়েছে মৃতার পরিবার
হস্তরেখা বিশ্লেষণ | Palmistry analysis in bengali